Wednesday, November 12, 2025

জমি জটে রাজ্যে আটকে রেলের একাধিক প্রকল্প, মমতাকে চিঠি রেলমন্ত্রীর

Date:

অনুমোদন পাওয়ার পরেও জমি জটে রাজ্যে আটকে রেলের ৬১ টি প্রকল্প। কোথাও কাজ শুরু হয়েও থমকে গিয়েছে তো কোথাও শুরুই করা যায়নি কাজ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় জমি জোগাড় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Baishnaw)। সূত্রের খবর, দিন দুয়েক আগেই নবান্নে(Nabanna) পাঠানো হয়েছে এই চিঠি। তাতে আটকে থাকা রেল প্রকল্পগুলির জন্য জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন রেলমন্ত্রী(Rail Minister)।

রেল সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা এবং সমীক্ষা সম্পন্ন হয়ে গেলেও শুধুমাত্র জমির সমস্যায় আটকে রয়েছে রেলের ৬১ টি প্রকল্প। যার মধ্যে ৪১টি রেল প্রকল্পের কাজ এখনও শুরুই করা যায়নি। আর ২০টি প্রকল্পের কাজ থমকে গিয়েছে। এই তালিকায় রয়েছে নামখানা-চন্দ্রনগর, চন্দ্রনগর-বকখালি, তারকেশ্বর-ধনেখালি, আরামবাগ-চাঁপাডাঙ্গা, কাটোয়া-মন্তেশ্বর, বজবজ-পূজালি, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ, পূজালি-বাখরহাট, মন্তেশ্বর-মেমারি, ডানকুনি-ফুরফুরা রেল প্রকল্প ইত্যাদি। শুরুর পরেও মাঝপথে বন্ধ রয়েছে কাকদ্বীপ-বকখালি, তারকেশ্বর-ফুরফুরা, নন্দীগ্রাম-কান্দিয়ামারি, নন্দকুমার-বলাইপান্ডার মতো ২০টি প্রকল্পের কাজ।

নবান্নকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রীর দাবি, এ রাজ্যে প্রকল্পে গতি আনতে রেল তৎপর। ‘প্রমাণ হিসেবে’ সেখানে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন রেল প্রকল্পে মোট প্রায় ৫১ হাজার কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে চলতি বাজেটেই বরাদ্দ হয়েছে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। তবে জমি জটে প্রকল্পগুলি আটকে থাকায় দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version