Monday, August 25, 2025

জমি জটে রাজ্যে আটকে রেলের একাধিক প্রকল্প, মমতাকে চিঠি রেলমন্ত্রীর

Date:

অনুমোদন পাওয়ার পরেও জমি জটে রাজ্যে আটকে রেলের ৬১ টি প্রকল্প। কোথাও কাজ শুরু হয়েও থমকে গিয়েছে তো কোথাও শুরুই করা যায়নি কাজ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় জমি জোগাড় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Baishnaw)। সূত্রের খবর, দিন দুয়েক আগেই নবান্নে(Nabanna) পাঠানো হয়েছে এই চিঠি। তাতে আটকে থাকা রেল প্রকল্পগুলির জন্য জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন রেলমন্ত্রী(Rail Minister)।

রেল সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা এবং সমীক্ষা সম্পন্ন হয়ে গেলেও শুধুমাত্র জমির সমস্যায় আটকে রয়েছে রেলের ৬১ টি প্রকল্প। যার মধ্যে ৪১টি রেল প্রকল্পের কাজ এখনও শুরুই করা যায়নি। আর ২০টি প্রকল্পের কাজ থমকে গিয়েছে। এই তালিকায় রয়েছে নামখানা-চন্দ্রনগর, চন্দ্রনগর-বকখালি, তারকেশ্বর-ধনেখালি, আরামবাগ-চাঁপাডাঙ্গা, কাটোয়া-মন্তেশ্বর, বজবজ-পূজালি, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ, পূজালি-বাখরহাট, মন্তেশ্বর-মেমারি, ডানকুনি-ফুরফুরা রেল প্রকল্প ইত্যাদি। শুরুর পরেও মাঝপথে বন্ধ রয়েছে কাকদ্বীপ-বকখালি, তারকেশ্বর-ফুরফুরা, নন্দীগ্রাম-কান্দিয়ামারি, নন্দকুমার-বলাইপান্ডার মতো ২০টি প্রকল্পের কাজ।

নবান্নকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রীর দাবি, এ রাজ্যে প্রকল্পে গতি আনতে রেল তৎপর। ‘প্রমাণ হিসেবে’ সেখানে উল্লেখ করা হয়েছে যে, রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন রেল প্রকল্পে মোট প্রায় ৫১ হাজার কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে চলতি বাজেটেই বরাদ্দ হয়েছে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। তবে জমি জটে প্রকল্পগুলি আটকে থাকায় দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version