Saturday, November 29, 2025

ধূপগুড়িতে জামানত জব্দ হয়েছে, তবু লজ্জা নেই সেলিমের! কটাক্ষ কুণালের

Date:

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।সিপিএম-কংগ্রেস একজোট হয়ে ভোট কাটার খেলায় নেমেও হালে পানি পায়নি। বরং সিপিএমের জামানত জব্দ হয়েছে। এই প্রসঙ্গে সিপিএমকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুক্রবার কুণাল বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় বড় কত কথা। তাতেও তো শেষ রক্ষা হলো না। ধুপগুড়ি তো হাত ছাড়া হলো বিজেপির।মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূলকে। ভরসা রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের উন্নয়নে।

ধুপগুড়িতে সিপিএমের ভরাডুবি নিয়ে কুণালের সাফ কথা, ভোট কেটে বিজেপিকে সাহায্য করতে মাঠে নেমেছিল সিপিএম। এই সিপিএম বিজেপির দালাল। সিপিএম-কংগ্রেস একজোট হয়ে ভোট কাটতে ময়দানে নেমেছিল।মহম্মদ সেলিমের লাজ লজ্জা নেই। জামানত জব্দ হয়েছে। তারপরও বড় বড় কথা বলেন। এরা মানুষের কাছ থেকে শিক্ষা নেয় না। ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচন থেকে এদের হার শুরু।সবসময়ই বলে যে হার থেকে শিক্ষা নিচ্ছি। আজও সেই শিক্ষা নিয়ে উঠতে পারেনি সিপিএম।

কুণালের কটাক্ষ, এই সেলিম, এই সিপিএম মানুষের কাছ থেকে পরিত্যক্ত। শুধুমাত্র বাংলায় নয়, ত্রিপুরার দিকে তাকান।সিপিএম বাংলায় ভোট কেটে বিজেপিকে সাহায্য করার জন্য জোট করেছিল, অথচ ত্রিপুরায় সিপিএমের সিটই কেড়ে নিয়েছে বিজেপি। সিপিএম ত্রিপুরায় নিজেদের সিট ধরে রাখতে পারেনা, তবু লজ্জা নেই। আর এই বাংলায় বিজেপির সিট কেড়ে নিচ্ছে তৃণমূল।কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় কমিশন! অবাধে ভোট হয়েছে। ধুপগুড়ির মানুষ তৃণমূলের উন্নয়নে দুহাত ভরে আশীর্বাদ করেছে।

 

 

 

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...
Exit mobile version