Monday, August 25, 2025

ইডেনে বিশ্বকাপের ট্রফি, চাঁদের হাট ক্রিকেটের নন্দনকাননে

Date:

ইডেনে বিশ্বকাপ। নতুন সাজে সেজে উঠছে ক্লাবহাউস। একতলার চেহারা আমূল বদলে গিয়েছে এখনই। গোটা ইডেন চত্বরই বদলাচ্ছে। উপলক্ষ বিশ্বকাপ। যার আনুষ্ঠানিক ঢাকে কাঠি পড়াটুকু বাকি ছিল। হয়ে গেল শুক্রবার সন্ধ্যায়। ইডেনের আকাশে তুমুল বাজি প্রদর্শনীর মধ্যে মঞ্চের নিচ থেকে উঠে এল আইসিসি ট্রফি।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে স্টেজে উঠে আসতেই এল সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত। মঞ্চের নিচ থেকে উঠে এল ২০২৩ আইসিসি ট্রফি। মুহূর্তে রাংতার পাপড়ি ছড়িয়ে পড়ল অনুষ্ঠান মঞ্চ থেকে শুরু করে সাইট স্ক্রিনের সামনের লবির সর্বত্র। দূরের সবুজ ঘাসের উপর আলোর ছটা তখন কমে এসেছে। কিন্তু সেটা কয়েকদিনের জন্য। কাপ যুদ্ধ শুরু হলে ইডেন ফিরবে স্বমেজাজে।

 

মঞ্চের দু’পাশে দুটি পর্দা রাখা হয়েছিল শুক্রবার। তাতে ১৯৭৫ থেকে শুরু করে ২০১৯, পরপর বিশ্বকাপ জয়ের মুহূর্ত ধরা পড়ল। মঞ্চের নিচে বসে তখন সেটাই দেখলেন ক্রীড়ামন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, ঝুলন গোস্বামী, দোলা বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া, অভিষেক ডালমিয়া-সহ অনেকে। অতঃপর সিএবি ও ভারতীয় দলকে পর্দায় শুভেচ্ছা জানালেন বাইচুং ভুটিয়া, গুরবক্স সিং, মেহুলি ঘোষ, সুতীর্থা চক্রবর্তী-সহ অনেকে। আক্ষরিক অর্থেই যেন সব খেলার মেলবন্ধন ঘটল ইডেনে এদিনের বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে। ভেস পেজ থেকে শুরু করে সুনীল ছেত্রী, সাবির আলি, সুব্রত ভট্টাচার্য, বুলা চৌধুরীর মতো অন্য খেলার তারকাদের মুখও ভেসে উঠল পর্দায়। তার আগে, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পাঠ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বার্তা। তাতে তিনি লিখেছেন, আমি খুশি যে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী করছে সিএবি। আমি সিএবির সমস্ত সদস্যকে এজন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় ক্রিকেট দলকেও। ক্রীড়ামন্ত্রী এরপর মুখ্যমন্ত্রীর এই লিখিত বার্তা সিএবি সভাপতির হাতে তুলে দেন। লন্ডন থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বাইরে থাকায় এই অনুষ্ঠানে নেই। তবে সিএবি ভাল প্রস্তুতি নিয়েছে। আমি চাই আবার ট্রফি আসুক।

তবে পর্দায় মহম্মদ শামির অনুপস্থিতি চোখে পড়েছে। যা নিয়ে স্নেহাশিস বললেন, তাহলে এটা ভুল। তবে আমরা যতটা সম্ভব ভাল করার চেষ্টা করেছি। অনুষ্ঠানের পর লিয়েন্ডার  সাংবাদিকদের বললেন, এই ইডেনে অনেক ম্যাচ দেখেছি। এটা আমার শহর। ইডেনে এলে ভাল লাগে। পর্দায় বাবার ছবি দেখেও ভাল লাগল। পাশে বসা ঝুলনও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন। তিনি বলেন, ট্রফির অনুষ্ঠানে এসে দারুণ লেগেছে।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াল টিম ইন্ডিয়া, যোগ দিলেন এই তারকা ক্রিকেটার

 

 

 

 

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version