পুজোর কেনাকাটায় জয়ীর ‘শাড়ি মেলা’য় রেশমি মিত্র-পায়েল সরকার

শ্রেয়া বসু

দক্ষিণ কলকাতার শাড়িপ্রেমীদের জন্য সুখবর। বাঙালির শ্রেষ্ট উৎসবে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। শাড়ির বিপুল সম্ভার নিয়ে তাই দক্ষিণ কলকাতার লেক টেরাসে শনিবার উদ্বোধন হল ‘জয়ী’ ‘শাড়ি মেলা’র। ৯ ও ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত চলবে এই শাড়ির প্রদর্শনী। চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট পরিচালক রেশমি মিত্র (Reshmi Mitra) ও অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। শাড়ি (Saree) পছন্দ করার ফাঁকেই জমিয়ে আড্ডা দিলেন ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ এর সঙ্গে।

পুজোর (Pujo) কেনাকাটা কতদূর প্রসঙ্গে এদিন রেশমি জানান, “শাড়ি বলতে আমরা এই ধরণের শাড়ি বুঝি যা আজ ‘জয়ী’র এখানে দেখছি। আমার বেশ ভালো লেগেছে। আমার এরকম পুরোনো শাড়িতেই নজর। কিছু কালেক্ট করেছি বাকিটা আজ এখান থেকেই হবে। পুজোতে সাবেকি সাজে এই ধরণের শাড়ির (Saree) জুড়ি মেলা ভার। পচমপল্লি, কাঞ্জিভরম আমার খুব প্রিয়। গরদ ভাল লাগে। অষ্টমীর অঞ্জলিতে একটা তো লাগবেই আমার।“

পরবর্তী ছবি নিয়ে এদিন রেশমি মিত্র বলেন, “একটা হিন্দি ছোট ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে করেছিলাম সেটা এবারই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। তাছাড়া পুজোর পর নাট্যকার শিশির কুমার ভাদুড়ীর জীবনীচিত্র ‘বড়বাবু’ মুক্তি পেতে চলেছে। সামনেই আবার দিল্লি ফেস্টিভ্যাল।“

আরও পড়ুন: জি২০-র উদ্বোধনী মঞ্চেও ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’, বিশ্বকে ‘বিশ্বাস ফেরানো’র বার্তা মোদির

পায়েল সরকার জানিয়েছেন তিনি কয়েকদিন হল পুজোর কেনাকাটা শুরু করেছেন। কারণ পর পর কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে। এদিনের আড্ডায় তিনি বলেন, “পুজো মানেই ওই পাঁচদিন শাড়ি পরতেই হবে। আমি সাদা পরতে খুব পছন্দ করি। কিন্তু দোকানে গিয়ে অনেক রঙের শাড়ি দেখতে আমার ভালো লাগে।“ পরবর্তী ছবি নিয়ে এদিন  পায়েল জানান, “’বড়বাবু’তে চরিত্রগুলি বাস্তব। কিন্তু অনেক আগের ঘটনা বলেই নেটে খুব কম রেফারেন্স রয়েছে। তাই এই ক্ষেত্রে একটু বেশিই খেটেছি। শেষ কথা দর্শক বলবে।“

সবমিলিয়ে আজকের শাড়ি মেলা জমে ক্ষীর সেটা বলার অপেক্ষা রাখে না। সকাল থেকেই জয়ীর ‘শাড়ি মেলা’য় চলেছে তোড়জোড় আর উদ্বোধনের পরেই ক্রেতাদের ভিড় বুঝিয়ে দিয়েছে ‘দুগ্গা দুগ্গা’ বলে এবার শুধু মাঠে নেমে পড়া বাকি।

 

 

 

Previous article“রা.ক্ষস প্রহরের অপেক্ষায় রয়েছি”! রাজ্যপালের ‘মধ্যরাত’-এর হুঁ.শিয়ারিকে চ্যালেঞ্জ ব্রাত্যর
Next articleধ্বংসস্তূপের তলায় শুধুই লা.শ, মরক্কোয় ভূমিক.ম্পে নিহ.ত বেড়ে ৬৩২!