Sunday, August 24, 2025

নতুন বায়না রাজ্য়পালের! এবার রাজভবনের পুলিশের পোশাকের রং নিয়ে সমস্যা আনন্দ বোসের

Date:

এবার নতুন বায়না রাজ্য়পাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। রাজভবনের গেটে থাকবে কলকাতা পুলিশ (Kolkata Police) কিন্তু তারা পরবে খাঁকি পোশাক। অর্থাৎ যেকোনও উপায়ই তিনি সমান্তরাল শাসন চালাতে চাইছেন।

রাজ্যের শিক্ষা ব্য়বস্থা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের পরে এবার রাজভবনের গেটের বাইরে কর্তব্যরত পুলিশের পোশাকের রং নিয়ে সংঘাতের পথে হাঁটতে চাইছেন রাজ্যপাল। Kolkata Police সূত্রে খবর, এডিসি মর্যাদার আধিকারিকদের তিনি স্পষ্ট জানান রাজভবনের বাইরে ডিউটিতে থাকা পুলিশের পোশাক হতে হবে খাঁকি রঙের।

আরও পড়ুন: অধীর গড়ে বেসামাল কংগ্রেস, রানিনগরে তৃণমূলে যোগ ২ সদস্যের

এডিসিদের পক্ষে থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে স্পষ্ট জানানো হয়, যেহেতু কলকাতা পুলিশের উর্দি সাদা রঙের, সেই কারণে এ বিষয়ে আচমকা কোনও বদল সম্ভব নয়। তবে, সেই সব যুক্তি নাকি শুনতে নারাজ আনন্দ বোস। তিনি চাইছেন, যে কোনও ভাবেই হোক পুলিশের পোশাকের বাদলাতে। ফলে নতুন করে আবার একটা বিতর্ক তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

নানা বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে দফায় দফায় সংঘাতে জড়িয়ে পড়ছেন রাজ্যপাল। তার মধ্য নবতম সংযোজন মধ্যরাতের নাটক। শেষে দুটি রহস্যময় চিঠি পাঠিয়ে খান্ত দিয়েছেন রাজ্যপাল বোস। এবার পুলিশের পোশাকের রং নিয়ে বায়না জুড়েছেন রাজ্য়ের সাংবিধানিক প্রধান।

কলকাতা পুলিশের সাদা পোশাক বিধি আজকের নয়, প্রায় ১৮০ বছরের পুরনো। প্রধানত কলকাতার আর্দ্র আবহাওয়া ও গরমের কথা মাথায় রেখেই এই এই পোশাকবিধি চালু হয় কলকাতা পুলিশের। কিন্তু দেশের অন‌্য প্রায় সব রাজ্যেই পুলিশের পোশাকের রং খাঁকি। বিজেপি-র কথায় চলা আনন্দ বোস, সেই রীতিই পালন করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজভবনের নিরাপত্তা, যেকোনও বিক্ষোভ-সমাবেশ যাঁরা সামলান শুধুমাত্র রাজনৈতিক ধুঁয়ে তুলে তাঁদের হেনস্থা করার আনন্দ বোসের চেষ্টার সমালোচনা বিভিন্ন মহলে।

 

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version