Thursday, November 13, 2025

রোগী পরিষেবার ক্ষেত্রে আরও উন্নতি রাজ্যের, ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়া.লিসিস

Date:

রাজ্য সরকারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান রোগীরা। কোনও কোনও ক্ষেত্রে পরিষেব মেলে অতি সামান্য অর্থের বিনিময়। এবার রাজ্যের (State) আরও ২৪টি হাসপাতালে বিনা মহকুমা বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হচ্ছে।

বর্তমানে ৭টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যের ডায়ালিসিস (Dialysis) পরিষেবা দেওয়া হয়। এছাড়া আরও ৪৫টি সরকারি হাসপাতালে PPP মডেলে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। নতুন হাসপাতালগুলি যুক্ত হলে রাজ্যের (State) ডায়ালিসিস কর্মসূচিতে যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হবে ৭৬। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সল্টলেক মহকুমা হাসপাতালের আউটডোর ভবনের তিনতলায় পাঁচ শয্যাবিশিষ্ট ডায়ালিসিস ইউনিট গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ১০ বেডের করার পরিকল্পনাও রয়েছে। চলতি বছরেই পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দফতর। বিধাননগর ছাড়া আরও ২৩টি জায়গায় চালু হবে নিখরচায় ডায়ালিসিস পরিষেবা। প্রস্তাবিত নতুন ২৪টি হাসপাতালের বেশিরভাগই  মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল। মূলত আরও বেশি মানুষকে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।

আরও পড়ুন:ফের কলকাতায় উদ্ধার মা.দক! STF-র জালে ৭, টাকার অঙ্ক চমকে দেওয়ার মতো

যে হাসপাতালগুলির এই পরিষেবা শুরু হচ্ছে সেগুলি হল, কালনা, ফালাকাটা, টিএল জয়সওয়াল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, নন্দীগ্রাম, ঘাটাল, খড়্গপুর, দিনহাটা,চাঁচল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, তেহট্ট, কান্দি, নয়াগ্রাম, বড়জোড়া ও কাকদ্বীপ।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version