Sunday, August 24, 2025

পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ড:সংশোধনাগারে বসেই লুটের ছক কষেছিল দু.ষ্কৃতীরা

Date:

পুরুলিয়ায় সোনার নামী সংস্থার শোরুমে ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সংশোধনাগারে বসে ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। পরে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা। জেরা করে এ কথা জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত।

আরও পড়ুনঃসারাদিনের সাসপেন্স মধ্যরাতেও জিইয়ে রাখলেন রাজ্যপাল! কেন্দ্র-রাজ্যের কাছে গেল মুখবন্ধ খাম

পুলিশ সূত্রের খবর, পুরুলিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের একটি জায়গা। সেখানে বসেই পুরুলিয়া শহরে ওই সংস্থার গোল্ডের শোরুমে ডাকাতির ছক কষা হয়।পুরুলিয়ায় ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার তদন্তে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে বিভিন্ন মামলায় বন্দি ৭ দুষ্কৃতীর পরিচয় হয় সংশোধনাগারে। সংশোধনাগারে বসেই ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। পরে ছাড়া পেয়ে ঝাড়খণ্ডে জড়ো হয়ে ডাকাতির ছক কষে তারা।

প্রসঙ্গত,গত ২০ অগাস্ট থেকে পুরুলিয়া শহরে টানা রেকি করে ডাকাত দল। ২৯ অগাস্ট ওই শোরুমের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৮ কোটি টাকার সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শোরুমের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাত দল। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে জেলা পুলিশ।
তদন্তে নেমে পুরুলিয়া শহরের রাস্তা ও ওই শোরুমের আশেপাশের অন্য দোকানের সিসিটিভি ফুটেজ দেখে গত ৬ সেপ্টেম্বর দিল্লি থেকে বিকাশ কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে শুক্রবার ঝাড়খণ্ডের সুদামডিহি থেকে অপর অভিযুক্ত করমজিৎ সিং সিধুকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির মাস্টার মাইন্ড সহ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version