Thursday, August 21, 2025

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড রোহিতের

Date:

আজ এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নেমেছে ভারতীয় দল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে ভারতীয় দল। সৌজন্যে দুই ওপেনার। ৫৬ রান করেন রোহিত শর্মা। আর এই রান করতেই নজির গড়লেন ভারত অধিনায়ক। অপরদিকে ৫৮ রান করেন শুভমন গিল। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি-কে এল রাহুল। ভারতের স্কোর যখন ২ উইকেট হারিয়ে ১৪৭ রান, তখন নামে বৃষ্টি। এখন বৃষ্টি থামলেও, মাঠ ভেজার কারণে ম‍্যাচ শুরু করতে দেড়ি।

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যে ছবি দেখা গিয়েছিল, সুপার ফোরে একেবারেই অন‍্য চিত্র। এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের ব‍্যর্থতা নজরে আসে। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে খড়কুটোর মতো গুঁড়িয়ে গিয়েছিল ভারতের টপ-অর্ডার। তবে সুপার ফোর পর্বের ম্যাচে একেবারে অন্য দৃশ্য। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মানসিকতা দেখিয়েছেন দুই ওপেনার। শাহিন আফ্রিদিদের বিরুদ্ধে রোহিত শর্মা এবং শুভমন গিলের আক্রমণাত্মক মেজাজ মন ভরিয়েছে ভারতীয় সমর্থকদের। এদিন দুই ওপেনারই করেন অর্ধশতরান। আর অর্ধশতরান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড গড়েন রোহিত। তিনি এই মহাদেশীয় টুর্নামেন্টে এখনও পযর্ন্ত পাকিস্তানের বিরুদ্ধে মোট ছ’টি অর্ধশতরান করলেন। এই তালিকায় এর পরে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি করে হাফসেঞ্চুরি করার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারা এবং বাংলাদেশের শাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের।

 

শুধু তাই নয়, এশিয়া কাপে মোট ন’টি অর্ধশতরান করে রোহিত স্পর্শ করেছেন সচিন তেন্ডুলকরের নজিরও। সচিন এবং সনৎ জয়সূর্য এশিয়া কাপে এর আগে ৯টি করে হাফসেঞ্চুরি করেছিলেন। একই তালিকায় নাম লেখালেন রোহিতও। এশিয়া কাপে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির নজির রয়েছে শ্রীলঙ্কার সাঙ্গাকারার। তাঁর ঝুলিতে রয়েছে মোট ১২টি হাফসেঞ্চুরি রয়েছে। এছাড়াও একদিনের ক্রিকেটে শাহিন আফ্রিদিকে প্রথম ওভারেই ছক্কা হাঁকানোর দুর্লভ রেকর্ড গড়েন রোহিত। এর আগে বিশ্বের আর কোনও ব্যাটার শাহিনকে প্রথম ওভারেই ছয় মারতে পারেননি।

আরও পড়ুন:কিংস কাপে লেবাননের কাছে ১-০ গোলে হার ভারতের

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version