সপ্তাহের শুরুতেই বড় উত্থান শেয়ার বাজারে, ২০ হাজার ছুঁইছঁই নিফটি

সেনসেক্স ৬৬হাজার ৮০০ ছাড়িয়ে লেনদেন করছে, যা ০.৩১ শতাংশ বেড়েছে। নিফটি ৭০.০৫ পয়েন্ট বেড়েছে।

সর্বকালের সেরা রেকর্ড নিফটির। সোমবার শেয়ার বাজার খুলতেই সকাল দশটার মধ্য়ে ১৯হাজার ৯৩৯ পয়েন্ট ছুঁলো সূচক। Nifty-র ২০ হাজারের মাইলফলক শুধুমাত্র ছোঁয়া সময়ের অপেক্ষা। এদিন শেয়ার বাজার খোলার সময়ই সেনসেক্স এবং নিফটির বৃদ্ধি হয়েছে। সেনসেক্স ৬৬হাজার ৮০০ ছাড়িয়ে লেনদেন করছে, যা ০.৩১ শতাংশ বেড়েছে। নিফটি ৭০.০৫ পয়েন্ট বেড়েছে।

আজ সেনসেক্স ৬৬হাজার ৮০৭.৭৩ এ খুলেছে, যা এখন বেড়ে ৬৬হাজার ৮৩৫.১৬ পয়েন্ট। নিফটি ১৯হাজার ৭৭৪.৮০ থেকে শুরু হয়েছিল এখনও পর্যন্ত ১৯হাজার ৮৬৭.১৫ পয়েন্টে ছিল। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে তিনটিতে পতন হচ্ছে। একইসঙ্গে এনটিপিসি এবং ইন্ডাসাইন্ড ব্যাঙ্কের শেয়ারও কমেছে।

 

 

 

Previous articleহাতেকলমে ডাকাতির ‘প্রশিক্ষণ’! ‘সাকসেসফুল অপারেশন’র আগে হয় পরীক্ষাও! গল্প নয় সত্যি
Next articleরাজ্য মন্ত্রিসভায় রদবদল: পর্যটনে বাবুলের জায়গায় ইন্দ্রনীল, দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয়-প্রদীপের