ছাত্রমৃ.ত্যুর জের! পড়ুয়াদের কাউন্সেলিং করানোর উদ্যোগ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়

ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে পড়ুয়াদের মধ্যে ব়্যাগিংয়ের প্রবণতা কমাতে নেওয়া হল বিশেষ উদ্যোগ। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছিল অ্যান্টি ব়্যাগিং অ্যাওয়ারনেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট অনুষ্ঠানের। বিশ্ববিদ্যালয়ের বাংলা, সংস্কৃত এবং দর্শন বিভাগের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে চলে কাউন্সেলিং। মূলত ব়্যাগিং সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ। সেন্টার অফ কাউন্সিলিং সার্ভিস অ্যান্ড স্টাডিস ইন সেলফ ডেভেলপমেন্ট নামক একটি সংস্থা এই কাউন্সেলিং করে।

যাদবপুরে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার একমাস পেরিয়েছে। তবে প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং, ক্যাম্পাস চত্বরে নেশা করা, ইউজিসির গাইডলাইন মানা সহ একাধিক বিষয় নিয়ে। সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ উপাচার্য অমিতাভ দত্ত, রেজিস্টার স্নেহ মঞ্জু বসু, ডিনা অফ স্টুডেন্টস রজত রায়, সহ অধ্যাপক ও মনোবিদরা।

উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, আমরা আগেও এই ধরনের কাউন্সেলিং করিয়েছি। তবে এখন যেভাবে করা হচ্ছে তাতে অনেক বেশী পড়ুয়ারা অংশ নিচ্ছে। এর আগেও আমি পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত অনেক বৈঠকে অংশ নিয়েছি। সেখানে ছাত্রনেতারা দাবি করত যে ক্যাম্পাস ব়্যাগিংমুক্ত। কিন্তু একমাস আগের এই ঘটনা সবকিছুকে পাল্টে দিয়েছে। এই ধরনের কাউন্সেলিং এখানেই শেষ নয়। অন্যান্য বিভাগের পড়ুয়াদের নিয়েও কাউন্সেলিং করাব আমরা’।

আরও পড়ুন- প্রকল্পের সুবিধা প্রদানে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কৃষি দফতর