Saturday, November 8, 2025

সুই.সাইড সারভাইভারদের জন্য লাইফলাইন ফাউন্ডেশনের নব উদ্যোগ SOLACE!

Date:

জীবন মানে হেরে যাওয়া নয় বরং লড়াই করে ভাল এক আগামীর লক্ষ্যে এগিয়ে যাওয়া। সমস্যা, বাধা জীবনের গতিপথ মন্থর করতে পারে ,কিন্তু তা জীবন স্তব্ধ করে না। তাই আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। কোন পরিবারের কেউ আত্মঘাতী হলে বা সে চেষ্টা করলে দায়ভার বইতে হয় বাকিদেরও। তখন যেন জীবদ্দশায় চারপাশের পরিস্থিতি নরকের সমতুল্য মনে হয়। এই মানুষগুলোকে মানসিকভাবে ঠিক রাখতে এবং জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সুইসাইড সারভাইভারদের (Suicide Servivors) জন্য লাইফলাইন ফাউন্ডেশনের (Lifeline Foundation) নব উদ্যোগ SOLACE! এই উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে কলকাতার রোটারি সদনে (Rotari Sadan Kolkata) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাইফলাইন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা ১৯৯৬ সাল থেকে আত্মহত্যার প্রতিরোধের জন্য এবং মানসিকভাবে বিধ্বস্ত মানুষের মনোবল বাড়াতে অক্লান্তভাবে কাজ করে চলেছে। সংস্থার তরফে বিশ্বাস করা হয় যে, যাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাঁরা আসলে জীবন শেষ করতে চান না বরং চান সমস্যার বা যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সেই কাজটা করতে পারে এক ভাল বন্ধু আর কিছু উপযুক্ত পরামর্শ। সেই কারণে সুইসাইড সারভাইভারদের এবং তাঁদের পরিবারকে নিয়ে একান্তে সাপোর্ট গ্রুপের আয়োজন করছে লাইফ লাইন ফাউন্ডেশন। সংস্থার ডেপুটি ডিরেক্টর মনজিত জানান, কোনো পরিবারের একটা আত্মহত্যার ঘটনা ঘটলে লোকসমাজে মুখ দেখাতে অসহায় বোধ করেন বাড়ির লোকেরা। তাঁদের জন্যই প্রতিমাসের দ্বিতীয় শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সাপোর্ট গ্রুপের কাজ চলে বলে জানান তিনি। যেখানে সাইকোলজিক্যাল কাউন্সিলর থেকে লাইফ লাইনের ভলেন্টিয়ার প্রত্যেকেই উপস্থিত থাকবেন। সংস্থার অফিসিয়াল মেইল আইডিতে নাম নথিভুক্ত করার সুবিধা থাকছে। রোটারি সদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জয় রঞ্জন রাম (মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা), লেখিকা ও সাংবাদিক পিউ কুণ্ডু, বিশিষ্ট শিক্ষাবিদমিত্রা সিনহা রায় (অধ্যক্ষ, অ্যাডামস ইন্টি. স্কুল, জিডি বিড়লা শিক্ষা কেন্দ্র), সমাজকর্মী এষা দত্ত, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জয়ন্ত এন. চৌধুরী সহ অন্যান্যরা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version