Monday, November 3, 2025

পৃথিবী থেকে আর দূরত্ব বাড়ল সৌরযান,আরও একটি কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল ১

Date:

পৃথিবী থেকে ক্রমশ সূর্যের দিকে এগিয়ে চলেছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে সে। ফলসরূপ পৃথিবী থেকে তার দূরত্বও বাড়ল সৌরযানের। ইসরো টুইট করে জানিয়েছে, কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে আদিত্য-এল১-এর গতি আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃঅনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত, দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন

পৃথিবীর টান কাটাতে আর দু’টি ধাপ পেরোতে হবে সৌরযানটিকে। শনিবারের সাফল্যের পর বর্তমানে সেটি চতুর্থ কক্ষপথে পৌঁছেছে। সেখানে আবর্তন সম্পন্ন হলে কক্ষপথ বদলে আদিত্য-এল১ পৌঁছবে পঞ্চম কক্ষপথে। তার পর আর এক বার ধাক্কা দিয়ে তাকে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

পৃথিবীর টান কাটিয়ে ফেলার পর সূর্যের অভিমুখে কাঙ্ক্ষিত কক্ষপথ বা ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে।

ইসরো টুইটে জানিয়েছে, আদিত্য-এল১-এর তৃতীয় বারের কক্ষপথ বদল সফল হয়েছে। বেঙ্গালুরুর অফিস থেকে সৌরযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ছাড়া, মরিশাস এবং পোর্ট ব্লেয়ার থেকে কৃত্রিম উপগ্রহটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কক্ষপথ পরিবর্তনের ফলে আদিত্য-এল১ ২৯৬ কিমি X ৭১৭৬৭ কিমি কক্ষপথে পৌঁছেছে। অর্থাৎ, কক্ষপথে আবর্তনের সময় পৃথিবীর সবচেয়ে কাছে এলে সৌরযানের দূরত্ব হবে ২৯৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ৭১,৭৬৭ কিলোমিটার। আদিত্য-এল১-এ পরবর্তী কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, রাত ২টোয়।

আদিত্য-এল১ ভারতের প্রথম সূর্য অভিযান। এর আগে সূর্যকে কেন্দ্র করে কোনও মহাকাশ অভিযানের পরিকল্পনা করেনি ইসরো। চন্দ্রযান-৩-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করানোর পরেই সূর্যের দিকে পা বাড়িয়েছে ইসরো।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version