Thursday, December 4, 2025

৪৮ ঘণ্টা পর বিশেষ বিমানে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী

Date:

প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিশেষ বিমানে ভারত(India) ছাড়লেন কানাডার(Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। ফলে জি২০ সম্মেলন শেষে বিমানের(Plane) যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন এই রাষ্ট্র নেতা।

জানা গেছে, সম্মেলন শেষে যে বিমানে কানাডার প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল গত রবিবার বিকেলে সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে বাধ্য হয়েই হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এই পরিস্থিতিতে ট্রুডোর অফিস থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তা সারানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাক আপ বিমান ভারতে যাচ্ছে। তা দিয়ে বিমানটি সারানোর চেষ্টা করা হবে। তবে সারানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডোরা। এরপর বিকল্প বিমানের অপেক্ষায় ছিলেন ট্রুডো। তবে দ্বিতীয় বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে এটি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরইমাঝে প্রথম বিমানটিকে ত্রুটিমুক্ত করা হয়েছে এবং নিজ দেশের উদ্দেশে রওনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারতবিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলেন। এই ইস্যুতে ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় কানাডার প্রধানমন্ত্রীর।

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...
Exit mobile version