জেলাশাসকদের পরে রদবদল রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় পদে

0
1

মন্ত্রিসভা রদবদলে পড়ে তিনি রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল। প্রথমে জেলাশাসকের বদল হওয়ার পর এবার রাজ্যে একাধিক IPS বদল। ৩১ জন আইপিএস বদলি করা হল।

নবান্ন সূত্রে খবর,

  • শিলিগুড়ি পুলিশ (Police) কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে (Akhilesh Kumar Chaturvedi) আইজি জলপাইগুড়ি রেঞ্জ করা হল।
  • ডিআইজি বাঁকুড়া মুকেশকে ডিআইজি মুর্শিদাবাদ করা হল।
  • জলপাইগুড়ির ডিআইজি সি সুধাকরকে শিলিগুড়ির পুলিশ কমিশনার করা হল।
  • রশিদ মুনির খান ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ। তাঁকে ডিআইজি হেড কোয়ার্টার পদে পাঠানো হয়েছে।
  • বারুইপুরের এসপি পুষ্পাকে কলকাতা পুলিশের ডিসি, ব্যাটেলিয়ন টু-তে পাঠানো হয়েছে।
  • পুষ্পার জায়গায় আসছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশচন্দ্র ঢালিকে।

অগাস্ট মাসেই চার শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি করা হয়। এবার একলপ্তে বদল করা হল পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারদের।