Tuesday, August 26, 2025

প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিশেষ বিমানে ভারত(India) ছাড়লেন কানাডার(Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। ফলে জি২০ সম্মেলন শেষে বিমানের(Plane) যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন এই রাষ্ট্র নেতা।

জানা গেছে, সম্মেলন শেষে যে বিমানে কানাডার প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল গত রবিবার বিকেলে সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে বাধ্য হয়েই হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এই পরিস্থিতিতে ট্রুডোর অফিস থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তা সারানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাক আপ বিমান ভারতে যাচ্ছে। তা দিয়ে বিমানটি সারানোর চেষ্টা করা হবে। তবে সারানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডোরা। এরপর বিকল্প বিমানের অপেক্ষায় ছিলেন ট্রুডো। তবে দ্বিতীয় বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে এটি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরইমাঝে প্রথম বিমানটিকে ত্রুটিমুক্ত করা হয়েছে এবং নিজ দেশের উদ্দেশে রওনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারতবিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলেন। এই ইস্যুতে ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় কানাডার প্রধানমন্ত্রীর।

Related articles

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...
Exit mobile version