Monday, August 25, 2025

‘এবি ঝুকেগা নেহি’! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ, পুষ্পা স্টাইলে অভিষেকের পাশে অনুরাগীরা  

Date:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগেই ফের বুধবার ইন্ডিয়া জোটের (INDIA) বৈঠক থাকা সত্ত্বেও ‘প্রতিহিংসার রাজনীতি’ চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তবে এদিন দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিয়েই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির হন অভিষেক। তবে তিনি মনে করলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে অন্য দিন স্থির করতে পারতেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেটা তিনি করেননি। নির্ধারিত সময়েই যদি দফতরে যান তিনি।

এমন অবস্থায় বুধবার #ABJhukegaNehi সোশ্যাল মিডিয়ায় ১ নম্বরে ট্রেন্ডিং Hashtag। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও একাধিকবার বলেছিলেন, ‘শেষ দেখে ছাড়ব।’ এই ঘটনার পরেই তাঁকে পুষ্পার সঙ্গে তুলনা করতে শুরু করেন অনুরাগীরা। গত বছর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা। এই ছবির সুপারহিট ডায়ালগ- ‘ম্যায় ঝুকেগা নেহি।’ অভিষেকের সঙ্গে পুষ্পার তুলনা টেনেই এদিন রাজনৈতিক সমর্থকরা পোস্ট করতে থাকেন।

উল্লেখ্য, দেশে বিজেপির নেতিবাচক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অভিষেক। প্রতিনিয়ত মোদি-শাহের উদ্দেশে চ্যালেঞ্জ করছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সর্বভারতীয় স্তরে গুরুদায়িত্ব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ওপর। ইন্ডিয়া জোটের সিংহভাগ দায়িত্ব মুখ্যমন্ত্রী অভিষেককে দিয়েছেন। আর আজ সেই জোটের বৈঠকেই যোগ দিতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যে ইডির ডাকে আর যাই হোক, ভয় পান না তা আরও একবার প্রমাণ করে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version