Saturday, November 15, 2025

লিপস অ্যান্ড বাউন্ডসে দুর্নীতির ১০ পয়সা ঢুকেছে প্রমাণ করুন: ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বললেন, “লিপস অ্যান্ড বাউন্ডসে নিয়োগ দুর্নীতির দশ পয়সা ঢুকেছে প্রমাণ করে দেখান। আমি চ্যালেঞ্জ করছি।”

বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যখন বেরোন তখন ঘড়ির কাঁটা নটা ছুঁয়েছে। বেরিয়ে বৃষ্টির মধ্যে হাসিমুখে অভিষেক বলেন, আগে শূন্য ছিল, আজ -২। দফতরের সামনে দাঁড়িয়েই ইডিকে (ED) চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। তাঁর কথায়, লিপস অ্যান্ড বাউন্ডসে ১০ পয়সা দুর্নীতি থাকলে তা প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে গেলে ট্রায়াল শুরু করতে হবে। এরপরেই অভিষেক বলেন ইডি-সিবিআইয়ের হাতে যে মামলা গিয়েছে তা বছরের পর বছর চলছে। অথচ এখনও ট্রায়াল শুরু হয়নি। উদাহরণস্বরূপ সারদা মামলার কথা তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৯ বছরে সেই মামলার ট্রায়াল শুরু করতে পারিনি সিবিআই। “পার্থ চট্টোপাধ্যায় এতদিন গ্রেফতার হয়েছেন, কি হয়েছে? সারদা, নারদ তদন্তে এতো বছর ধরে তদন্ত চলছে, কি অগ্রগতি হয়েছে?” প্রশ্ন তোলেন অভিষেক।

এরপরেই তীব্র আক্রমণ করে তৃণমূলে সর্বভারতির সঙ্গে সাধারণ সম্পাদক বলেন, “আগামিকাল মামলার শুনানি আছে, আমার চ্যালেঞ্জ ইডিকে। আগামিকাল আপনারা আমার স্টেটমেন্ট জমা দিন।”

 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “আমার দলের যাঁরা নারদ কেলেঙ্কারিতে জড়িত তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। কিন্তু শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু হোক।” তাঁর কথায়, “আমি তৃণমূল করি বলে আমার জন্য আইন আলাদা আর কেউ বিজেপিতে গেলে তাঁর জন্য নিয়ম আলাদা হতে পেতে না। তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তখনই বলব, যখন টিভির পর্দায় যাকে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করবে”। সাংবাদিকদের সাবধানে বাড়ি ফিরতে বলে হাসিমুখে ইডির দফতর ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- অনন্তনাগে সেনা-জ.ঙ্গি গু.লির ল.ড়াই, শ.হিদ ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসার

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version