Monday, November 10, 2025

উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য বিদ্যুৎ দফতর (State Electricity Department)। প্রতি বছরের মতো এবারও খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। দুর্গাপুজোর মরশুমে জেলায় জেলায় সব অফিস খোলা থাকবে এবং সেখান থেকেও সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখা হবে। রাজ্যে মোট ৩ হাজার ৩৫৭ টি মোবাইল ভ্যান রাস্তায় থাকবে, জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। পুজোর জন্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ দফতরের মোট ৭১ হাজার ৭৯২ জন স্থায়ী ও ঠিক কর্মী রাস্তায় থাকবেন।

এছাড়া পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন পর্ষদের তরফেও একটি ২৪ ঘন্টার টোল ফ্রি নম্বর রাখা হয়েছে। সেটি হল – ১৯১২১। এর পাশাপাশি ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ নম্বর ফোন করেও কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। কোনওরকম সমস্যা হলে তা দ্রুত সিইএসসিকে জানানোর জন্য রয়েছে একটি টোল ফ্রি নম্বর – ১৯১২। এছাড়া সিইএসসি-র কন্ট্রোল রুমে ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০ এই দুটি নম্বরে ফোন করেও জানানো যাবে সমস্যার কথা।

উল্লেখ্য, এই বছরে দুর্গাপুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের উপর ৬৬ শতাংশ ছাড়া দেওয়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকার প্রায় ৪৫ হাজার পুজো কমিটি এই সুবিধা পাবে। প্রসঙ্গত, এবার পুজোর মরশুমে বৃষ্টি হলে সেই পরিস্থিতির জন্য দফতর যে তৈরি রয়েছে, সেই কথাও এদিন জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

এর পাশাপাশি প্রতিটি পুজো কমিটি পরিদর্শনে যাবেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। সেখানে পুজো কমিটিগুলি কী কী ব্যবস্থা নিচ্ছে, কী ধরনের তার ব্যবহার করা হচ্ছে, কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই সব বিষয়গুলির উপর নজরদারি চালানো হবে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সব মিলিয়ে দুর্গাপুজোর আগে বিদ্যুৎ দফতর যে পুরোপুরি তৈরি, সেই কথা এদিন বুঝিয়ে দিলেন মন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ পরিষেবা ও ট্যারিফ বৃদ্ধি নিয়ে বিরোধীদের কুৎসা ও মিথ্যাচারের জবাব দেন। পরিসংখ্যা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী দাবি করেন, তথাকথিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির তুলনায় বাংলায় যা অনেক কম। যেখানে ২০১৬ সালের পর থেকে অসম, মহারাষ্ট্র, উত্তর প্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে ট্যারিফ অনুযায়ী বিদ্যুতের দাম ক্রমাগত বেড়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ট্যারিফ অনুযায়ী কোনও দাম বৃদ্ধি হয়নি। এই সরকার মানবিক সরকার। এই সরকার মা-মাটি-মানুষের কথা ভাবে।

অন্যদিকে, বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা) যে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে, তাদের সেই দাবিও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে গৃহস্থ হোক, কৃষি কিংবা শিল্প কোনও ক্ষেত্রেই গ্রাহকের উপর বাড়তি বিলের বোঝা চাপেনি বাংলায়। ফিক্সড কস্ট-এর উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে গ্রাহকের বিল বাড়লেও, বাংলায় কোনও গ্রাহকের বিলে তার প্রভাব পড়েনি।

বিদ্যুৎ দফতরের আরও দাবি, মিটার অনুসারে বিল গিয়েছে। এবার অত্যাধিক গরমের মরশুমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। সে কারণেই কিছু ক্ষেত্রে বিল বেড়েছে বলে মনে হলেও, তা সম্পূর্ণ মিটার অনুযায়ী হয়েছে। তবে কোনও গ্রাহকের মিটারে কোনও সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে তা পরীক্ষা করে সুরাহা করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version