Saturday, November 29, 2025

দলগঠনে জ্যোতিষী ইস্যু, মুখ খুললেন খোদ ইগর স্টিম্যাচ!

Date:

Share post:

জ্যোতিষী ইস্যুতে ভারতীয় ফুটবল এখন তোলপাড়। কিছুদিন আগে ইগর স্টিমাচকে নিয়ে মাতামাতি হচ্ছিল। কিন্ত এখন তাঁর কাজ নিয়েই সন্দেশ প্রকাশ করা হচ্ছে।অভিযোগ, জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তিনি দল গঠন করতেন। এর জন্য জ্যোতিষীকে তিনি ১২ থেকে ১৫ লাখ টাকা দিয়েছেন। কেউ তাঁর নিন্দা করেছেন, আবার কেউ তাঁর প্রশংসা করেছেন। এবার পুরো বিষয়টা নিয়ে মুখ খুললেন খোদ ইগর স্টিম্যাচ।

তাঁকে নিয়ে বিতর্ক চললেও তিনি ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখানোর লক্ষ্য থেকে সরছেন না বলে জানিয়েছেন। সম্প্রতি একটি টুইটে ইগর স্টিমাচ লেখেন, ‘ভারতীয় ফুটবলের অন্যতম সৎ যোদ্ধাকে টার্গেট করা হচ্ছে। এবার সময় এসে গিয়েছে সব কার্ডকে টেবিলে রেখে প্রশ্ন করা কে ভারতীয় ফুটবল নিয়ে বেশি যত্নবান।’

তিনি সমর্থকদের কাছে আবেদন করেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করতে। তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত জানানোর আগে একবার ভাববেন এবং আবার ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য। ভারতকে ফুটবলের দেশ তৈরি করার আমার স্বপ্ন এখনও বেঁচে আছে।’ একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশ, স্টিম্যাচ জ্যোতিষীর সঙ্গে কথা বলার জন্য আনুমানিক ১৬ লাখ টাকা দিয়েছে। এবং এই জ্যোতিষীকে নিয়োগ করা হয়েছিল এআইআইএফ-এর দ্বারা। স্টিম্যাচ সরাসরি যোগাযোগ রাখলেন জ্যোতিষীর সঙ্গে।

এই ঘটনাটি সামনে আসার পর স্টিমাচের দল গঠন, পরিকল্পনা এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের ফুটবল প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে থাকে। তবে এই ঘটনাটি সামনে আসার পর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে মুখ খোলেনি এআইআইএফ। সামনেই শুরু এশিয়ান গেমস, তারপর রয়েছে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচ। তার আগে স্টিম্যাচকে নিয়ে এই ঘটনায় দলের মনোবলে আঘাত লাগতে পারে বলে মনে করছেন অনেকে। প্রাক্তন ফুটবলারদের মধ্যে কেউ কেউ এই বিষয়টাকে স্টিম্যাচের ব্যক্তিগত বিষয় বলে মনে করেন। বাইচুং ভুটিয়া জানান, কলকাতায় এই জিনিসটা অনেকদিন ধরে হয়। বিদেশের কোচরাও জ্যোতিষী পরামর্শ নেন। কারও বিশ্বাসের উপর তিনি ভরসা করতে চান।

ভারতীয় ফুটবলে বর্তমানে এআইআইএফ বনাম ক্লাবের বিবাদ চলছে। জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ দেখা দিয়েছে। জাতীয় দলের ম্যাচের সঙ্গে ক্লাবের ম্যাচ পড়ে যাওয়ায় সমস্যা।

 

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...