ফ্লোরিডায় ১১৮ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন মেসি

১১৮ কোটি টাকায় ফ্লোরিডায় নতুন বাড়ি কিনলেন মেসি।মার্কিন সাময়িকী ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ জানিয়েছে, মেসির নতুন বাড়িটির আয়তন ১০ হাজার ৫০ বর্গফুট। ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে বাড়িটি এখন অন্যতম আকর্ষণের জায়গা ।

নিশ্চয়ই ভাবছেন কী এমন আছে বাড়িটিতে?এখানে রয়েছে ১০টি শয়নকক্ষ, ৯টি বাথরুম, খোলামেলা রান্নাঘর, একটি সুইমিংপুল ও তিনটি গাড়ি রাখার গ্যারেজ। বাড়ির চারপাশ লেক দিয়ে ঘেরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মেসি এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সঙ্গে বলিভিয়ার লাপাজে আছেন।ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে থেকেই অবশ্য মেসি নিয়মিত পরিবার নিয়ে ফ্লোরিডায় আসতেন। ছুটি কাটানোর জন্য তাঁর পছন্দের জায়গাগুলোর একটি যুক্তরাষ্ট্রের দক্ষিণের এই অঙ্গরাজ্য।

সেখানকার পোরশে ডিজাইন টাওয়ারে ২০১৯ সালে ৯৮ কোটি টাকায় একটি বাড়ি কিনে রেখেছিলেন। বাল হারবার ও অ্যাভেনচুরার মাঝামাঝি ৬০ তলার সেই টাওয়ার ইন্টার মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়াম থেকে ২৫ মিনিটের দূরত্বে অবস্থিত। তবে সেখান থেকে মাঠে আসতে প্রায়ই যানজটে পড়তে হতো বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন মেসি। এখন বে কলোনির নতুন বাড়ি থেকে মাঠের দূরত্ব আরও কমেছে। এখান থেকে তাঁর গাড়ি নিয়ে স্টেডিয়ামে যেতে সময় লাগবে ১৫ মিনিট। অভিজাত এলাকা হওয়ায় এই সড়কে খুব একটা যানজটও নেই।

 

 

 

Previous article‘কেন্দ্রীয় মন্ত্রী দুর্নীতিগ্রস্ত’, অভিযোগের জেরে বহিষ্কৃত BJP বিধায়ক
Next article‘গোপনে অ.শ্লীল ভিডিয়ো দেখা একেবারেই অ.পরাধ নয়’! বড় সিদ্ধান্ত কেরল হাইকোর্টের