Sunday, November 9, 2025

দক্ষিণেশ্বরে এবার শ্রীরামকৃষ্ণ মন্দির! ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রেসিডেন্ট মহারাজ

Date:

Share post:

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের (Sri Ramakrishna Paramhangsha) দর্শন পেতে এবার বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বরেই (Dakshineswar)যেতে পারবেন ঠাকুর ভক্তরা। ভবতারিণীর কোলেই এবার শ্রীরামকৃষ্ণ মন্দির (Sri Ramakrishna Temple) তৈরি হতে চলেছে। আজ বুধবার সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ (Swami Smarananda Maharaj)। কামারপুকুর থেকে গদাই দক্ষিণেশ্বরে এসে যেন ভবতারিণীকে জীবন্ত করে তুলেছিলেন। অথচ সেই মাটিতেই কেন ঠাকুরের কোনও মন্দির নেই তা নিয়ে ভক্তরা বারবার প্রশ্ন তুলেছেন। কলকাতায় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর স্মৃতিধন্য বিভিন্ন স্থান রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math and Ramakrishna Mission)হাতে এলেও, এতদিন শ্রীরামকৃষ্ণের কর্মভূমি দক্ষিণেশ্বরে (Dakshineswar)তাদের কোনও শাখা ছিল না। এবার সেই আক্ষেপ মিটল। আবেগে ভাসছেন শ্রীরামকৃষ্ণ ভক্তজনেরা।

শ্রীরামকৃষ্ণ তাঁর ভক্তদের কাছে ঠাকুর নামেই পরিচিত। দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আগমন গদাধর চট্টোপাধ্যায়ের। দাদার সূত্রেই দক্ষিণেশ্বরে পৌরোহিত্যের কাজে যুক্ত হন তিনি। সাধারণ মানুষকে চৈতন্যলোকের খোঁজ দিয়েছিলেন ঠাকুর। তিনি সাধন পথের ৩০ বছর কাটিয়েছেন যে দক্ষিণেশ্বরে, সেখানে এবার শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি মঠের সন্ন্যাসীরাও। এদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে সমবেত হয়েছিলেন বহু ভক্ত। সকালে বিশেষ পুজোর পর ছিল ধর্মসভা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, ঠাকুরের স্পর্শ পাওয়া দক্ষিণেশ্বরের পাশাপাশি আলমবাজার মঠও বেলুড় মঠ কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরাধ্য দেবতার ভাবধারায় পরিচালিত । এর ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে ওঠার যাত্রাপথের একটি বৃত্ত সম্পন্ন হল।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...