Sunday, November 16, 2025

দক্ষিণেশ্বরে এবার শ্রীরামকৃষ্ণ মন্দির! ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রেসিডেন্ট মহারাজ

Date:

Share post:

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের (Sri Ramakrishna Paramhangsha) দর্শন পেতে এবার বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বরেই (Dakshineswar)যেতে পারবেন ঠাকুর ভক্তরা। ভবতারিণীর কোলেই এবার শ্রীরামকৃষ্ণ মন্দির (Sri Ramakrishna Temple) তৈরি হতে চলেছে। আজ বুধবার সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ (Swami Smarananda Maharaj)। কামারপুকুর থেকে গদাই দক্ষিণেশ্বরে এসে যেন ভবতারিণীকে জীবন্ত করে তুলেছিলেন। অথচ সেই মাটিতেই কেন ঠাকুরের কোনও মন্দির নেই তা নিয়ে ভক্তরা বারবার প্রশ্ন তুলেছেন। কলকাতায় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর স্মৃতিধন্য বিভিন্ন স্থান রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math and Ramakrishna Mission)হাতে এলেও, এতদিন শ্রীরামকৃষ্ণের কর্মভূমি দক্ষিণেশ্বরে (Dakshineswar)তাদের কোনও শাখা ছিল না। এবার সেই আক্ষেপ মিটল। আবেগে ভাসছেন শ্রীরামকৃষ্ণ ভক্তজনেরা।

শ্রীরামকৃষ্ণ তাঁর ভক্তদের কাছে ঠাকুর নামেই পরিচিত। দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আগমন গদাধর চট্টোপাধ্যায়ের। দাদার সূত্রেই দক্ষিণেশ্বরে পৌরোহিত্যের কাজে যুক্ত হন তিনি। সাধারণ মানুষকে চৈতন্যলোকের খোঁজ দিয়েছিলেন ঠাকুর। তিনি সাধন পথের ৩০ বছর কাটিয়েছেন যে দক্ষিণেশ্বরে, সেখানে এবার শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি মঠের সন্ন্যাসীরাও। এদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে সমবেত হয়েছিলেন বহু ভক্ত। সকালে বিশেষ পুজোর পর ছিল ধর্মসভা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, ঠাকুরের স্পর্শ পাওয়া দক্ষিণেশ্বরের পাশাপাশি আলমবাজার মঠও বেলুড় মঠ কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরাধ্য দেবতার ভাবধারায় পরিচালিত । এর ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে ওঠার যাত্রাপথের একটি বৃত্ত সম্পন্ন হল।

spot_img

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...