Monday, August 25, 2025

স্কুলে যাওয়ার পথে বি.পত্তি! মুজফফরপুরে উল্টে গেল নৌকা, সহযোগিতার আশ্বাস নীতীশের

Date:

Share post:

নৌকায় চেপে স্কুলে যাওয়ার পথেই চরম দুর্ঘটনা। বিহারের (Bihar) মুজফ্ফরপুরের (Muzaffarpur) বাগমতী নদীতে আচমকাই ডুবে গেল নৌকা (Boat Capsized)। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই নৌকায় করে ৩৪ জন পড়ুয়া স্কুলে যাচ্ছিল। তখনই আচমকা নৌকা উল্টে বাঁধে বিপত্তি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শিশুদের নিয়ে বাগমতী নদী পারাপার করছিল নৌকাটি। মাঝনদীতে আসতেই সেটি উল্টে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এদিন দুর্ঘটনার পর স্কুল পড়ুয়া শিশুদের বাঁচাতে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় ২০ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে।

তবে এদিন নৌকাডুবির খবর পেয়ে ঘাটের ধারে ভিড় জমান স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি জানালেও লাভের লাভ কিছুই হয়নি। এই বিষয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ তাঁদের। ঘটনাক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার রয়েছেন মুজফ্ফরপুর জেলাতেই। এই জেলায় একটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সররকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।

ইতিমধ্যে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। পুলিশ জানিয়েছে, ডুবুরি নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার নদীর জলের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নৌকাটির মাঝি। যার জেরে মাঝনদীতেই উল্টে যায় স্কুলপড়ুয়া বোঝাই নৌকাটি।

 

 

 

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...