ক্লাব না দেশ? কাকে এগিয়ে রাখলেন সুনীল?

এদিন এক সাক্ষাৎকারে সেই কর্তা বলেন," ছেত্রী অনেক বড় মাপের খেলোয়াড়। কিন্তু ওর সঙ্গে তেমন শক্তিশালী দল পাঠাতে পারছি না আমরা।

গতকালই ঘোষণা হয়েছে আসন্ন এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় দল। দলের নেতৃত্বে সুনীল ছেত্রী। যেখানে ফুটবলার ছাড়া নিয়ে জাতীয় দলের সঙ্গে ক্লাবগুলির লড়াই চলছে। সেখানে দেশের হয়েই খেলাকে এগিয়ে রাখলেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন এমনটাই জানালেন এআইএফএফ-এর এক কর্তা।

এদিন এক সাক্ষাৎকারে সেই কর্তা বলেন,” ছেত্রী অনেক বড় মাপের খেলোয়াড়। কিন্তু ওর সঙ্গে তেমন শক্তিশালী দল পাঠাতে পারছি না আমরা। বাকিদের যখন ক্লাব ছাড়েনি, ছেত্রী তখন নিজে এগিয়ে এসে খেলতে চেয়েছে। দেশের জন্য এশিয়ান গেমসে খেলতে চায় ও। আমরা জানতাম ও এগিয়ে এসে দেশের জন্য খেলবে। দেশকে গুরুত্ব দেবে। সেটাই করেছে ও।”

এরপরই ওই কর্তা আরও বলেন,” ক্লাব ছেড়েছে বলেই তো সুনীল ছেত্রী যাচ্ছে। বেঙ্গালুরুকে সেই জন্য ধন্যবাদ। দলের সেরা ফুটবলারকে ওরা ছেড়ে দিয়েছে। এই সময় ছাড়ার কথা ফিফা বলেনি। তার পরেও ওরা ছেড়েছে।”

আরও পড়ুন:‘উৎসবের মরশুমে ডার্বি-সহ ইস্ট-মোহনের দুই ম‍্যাচে নিরাপত্তার সমস্যা’, জানালেন ক্রীড়ামন্ত্রী

 

 

 

 

Previous articleআগামিকাল মাদ্রিদে শিল্প সম্মেলন, ‘বাংলার দিদি’র পাশে থাকবেন ‘দাদা’
Next articleBSF-এর অত্যা.চারের বিরো.ধিতায় এবার সরব বিজেপিই! বিপা.কে স্বরাষ্ট্রমন্ত্রী