Sunday, August 24, 2025

নেতৃত্বে সুনীল, ঘোষণা হয়ে গেল আসন্ন এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় ফুটবল দল

Date:

ঘোষণা হয়ে গিয়েছে আসন্ন এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় ফুটবল দল। দলকে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। সুনীল ছাড়া দলে সিনিয়র আর কোন ফুটবলার নেই। এশিয়ান গেমসে প্রতিটি দেশকে অনুর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে দল গড়তে হয়। তিন জন সিনিয়র ফুটবলারকে রাখা যায়। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতার জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে সুনীল ছেত্রী ছাড়াও বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন। গুরমিত সিং, ধীরাজ সিং, রাহুল কেপি, সুমিত রাঠি, রোহিত দানু, রহিম আলি সহ একাধিক প্রতিভাবান ফুটবলার এই দলে সুযোগ পেয়েছেন। এশিয়ান গেমসের প্রস্তুতি শিবিরের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএলের ক্লাবগুলির বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে। আর তার মধ্যেই দল ঘোষণা হয়ে গেল। বুধবার সন্ধ্যায় এশিয়ান গেমসের জন্য ১৭ জন ফুটবলারের নাম জানিয়ে দেওয়া হল এআইএফএফ-এর পক্ষ থেকে। এশিয়ান গেমসে নেতৃত্ব দেবেন সুনীলই। রক্ষণে সন্দেশ ঝিঙ্গান এবং গোলে গুরপ্রীত সিং সান্ধুর মতো অভিজ্ঞ ফুটবলারদের রাখার কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বাদ দিয়েই দল ঘোষণা করে টিম ইন্ডিয়া।

একনজরে ভারতীয় দল: গুরমিত সিং, ধীরাজ সিং মইরাংথেম, সুমিত রাঠি, নরেন্দর গ্যালোট, অমরজিত সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রবি অঞ্জুকন্দন, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিঞ্চি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

আরও পড়ুন:লক্ষ্মীবারে লগ্নি টানার লক্ষ্যে বৈঠক, মাদ্রিদে হাজির মমতা-সৌরভ

 

 

 

 

 

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version