Wednesday, November 12, 2025

শরীরচর্চার অভ্যাসের পরিবর্তন নেই: মাদ্রিদেও মর্নিংওয়াক মুখ্যমন্ত্রীর, বাজালেন অ্যাকোর্ডিয়ান

Date:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। মাদ্রিদের রাস্তায় সেই ছবিই সামনে এলো। চেনা সাদা খোলের শাড়ি, পায়ে হাওয়াই চটি পরে সকালবেলায় হাঁটতে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে তাঁর সফরসঙ্গী সাংবাদিকরা। বৃহস্পতিবার, দিনভর নানা গুরুত্বপূর্ণ বাণিজ্য-বৈঠক। তার আগে মর্নিংওয়াক দিয়েই দিন শুরু মুখ্রযমন্ত্রীর। হাঁটার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন আসে তাঁর কাছে। মহারাজের সঙ্গে এসেছেন ডোনা-সানাও। আজকের লা লিগা অনুষ্ঠানে থাকবেন তাঁরা। তবে, শুধু হাঁটা নয়, কিছু রাস্তা জগিং করেন মুখ্যমন্ত্রী। রাস্তায় দাঁড়ানো এক বাদ্যযন্ত্র বাদকের থেকে অ্যাকোর্ডিয়ান নিয়ে তাতে সুর তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ! মাদ্রিদ থেকে CEC বিলের প্রবল বিরোধিতার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোথাও গেলে হেঁটে জনসংযোগ পছন্দ করেন তৃণমূল সুপ্রিমো। এই ছবি বাংলার পথ-ঘাটের খুবই চেনা। তবে, বিদেশেও যে সেই অভ্যাসের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তা দেখা গেল বৃহস্পতিবার সকালে। বুধবারই দুবাই থেকে মাদ্রিদ পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেল ৪টেয় মাদ্রিদের বিশেষ বাণিজ্য বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়া কলকাতার প্রকাশনা সংস্থার দুই কর্তার বৈঠক রয়েছে মাদ্রিদের বই প্রকাশনা সংস্থার সঙ্গে। এরপর সন্ধেয় মেগা বৈঠক। বাংলার ফুটবলের উন্নয়নে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে বাংলার ফুটবল ক্লাবের কর্তারা।

ব্যস্ত বাণিজ্য বৈঠকের আগে মুখ্যমন্ত্রী দিন শুরু করলেন মর্নিংওয়াক দিয়ে। বেশ খানিকটা রাস্তা একেবারে নিজের গতিতে হাঁটেন মমতা। একইসঙ্গে চলে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময়। বাংলার মুখ্যমন্ত্রীকে রাস্তায় হাঁটতে দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার নিজেদের মোবাইলে এই দৃশ্য ফ্রেমবন্দি করেন। শরীর সুস্থ রাখতে মুখ্যমন্ত্রী নিজেও বারবার হাঁটার উপর জোর দেন। স্পেনের রাজধানী মাদ্রিদেও এদিন তাঁর হাঁটার অভ্যাসে ছেদ পড়ল না।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version