Sunday, May 18, 2025

অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে আসন সমঝোতা: সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত

Date:

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগির কাজও সেরে ফেলার বার্তা দিয়েছিলেন তিনি। সেইমতো ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে আসন সমঝোতা নিয়ে একপ্রস্ত আলোচনা হল। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। অবশ্য একাধিক রাজ্যে ইতিমধ্যেই আসন সমঝোতা হয়ে গেছে বলে জানা গিয়েছে জোট সূত্রে।

জোট সূত্র মারফৎ জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই আসন সমঝোতা হয়ে গিয়েছে। এছাড়াও তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়াতেও আসন সমঝোতা একপ্রকার প্রায় নিশ্চিত। জানা গিয়েছে, ফর্মুলা হিসেবে নেওয়া হয়েছে গতবারের লোকসভা অথবা গতবারের বিধানসভা অথবা দুটি মিলিয়ে বিশ্লেষণ করেই আসন সমঝোতা করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের শক্তিশালী দলের অবস্থানও বিশেষ ভূমিকা পালন করবে আসন সমঝোতার ক্ষেত্রে। ইন্ডিয়া সূত্রে জানা গেছে, প্রথম সমন্বয় বৈঠকে কয়েকটি রাজ্যের জন্য আসন সমঝোতার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। যেমন জম্মু-কাশ্মীরে সেখানে ৭ টি আসনে এনডিপি-পিডিপি এবং কংগ্রেসের মধ্যে কথা হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে ৪৮ টি আসন, তামিলনাড়ুতে ৪০ টি আসন এবং বিহারেও ৪০ টি আসনে কথাবার্তা প্রায় চূড়ান্ত। শুধুমাত্র আপ এবং কংগ্রেসের ২০টি আসন এবং পশ্চিমবঙ্গের ৪২ টি আসন নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। সে ক্ষেত্রে বিশেষ অধিবেশনের পর ইন্ডিয়া জোটের যে বৈঠক হবে সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কংগ্রেস পরিচালিত ১০০টি আসনে কোনও সমস্যা নেই বলেই ইন্ডিয়া জোটের দাবি। যে সমস্ত রাজ্যে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত প্রায় নিশ্চিত সেই সমস্ত রাজ্যে কয়েকজন মধ্যস্থতাকারী থাকবেন। যেমন জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে ফারুক আব্দুল্লাহ ,মহারাষ্ট্রের ক্ষেত্রে শরদ পাওয়ার এবং তামিলনাড়ুর ক্ষেত্রে এম কে স্টালিন।
ইন্ডিয়া জোটের এক নেতার কথায়, সারা দেশের মোট ১৫০টি আসনে সমঝোতা পর্ব প্রায় হয়ে গিয়েছে। পারস্পরিক আলোচনার রফাসূত্র বের করতে না পারলে, ভিন রাজ্য থেকে কোনও নেতাকে নিয়ে গিয়ে বিষয়টির নিষ্পত্তি করারও ভাবনাচিন্তা রয়েছে ইন্ডিয়া শিবিরের।

Related articles

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...
Exit mobile version