Sunday, August 24, 2025

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ভারতীয় দলে, অনুশীলনে এই তারকা ব‍্যাটার

Date:

আগামিকাল এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই সুপার ফোরের ম‍্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর ভারতীয় দলে। অনুশীলন শুরু করলেন শ্রেয়স আইয়র। যা স্বস্তি দিচ্ছে টিম ম‍্যানেজমেন্টকে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বৃহস্পতিবার কলম্বোয় অনুশীলনে সূর্যকুমার যাদব ও শার্দূল ঠাকুরের সঙ্গে শ্রেয়সকে দেখা যায়। ব্যাটিং অনুশীলনে বেশ সাবলীল ছিলেন শ্রেয়াস আইয়ার। নেটে প্রথমে তিনি কিছুক্ষণ শরীর চর্চা করেন, বিশেষত পিঠের। এরপর তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন, যেখানে প্রায় ৩০ মিনিট তিনি মিডিয়াম পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। খবর অনুযায়ী, স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধেই তিনি এদিন ব্যাটিং অনুশীলন করেন। এদিন নেটে তিনি শর্ট বলের অনুশীলনে জোর দেন। শ্রেয়স ছাড়াও এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদব। তবে এদিন ঐচ্ছিক অনুশীলনে আসেননি বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ এবং অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়া কাপের সুপার ফোরে পর পর তিনদিন ম্যাচ খেলে স্বাভাবিক ভাবেই ক্লান্ত ভারতীয় দল। বুধবার ক্রিকেটাররা বিশ্রাম নিলেও বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন। শরীরে যাতে বাড়তি চাপ না পরে সেই কারণেই এই অনুশীলনে হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের নেটে অনুশীলন করতে দেখা যায়নি। ইতিমধ্যে ফাইনালে ভারত। তাই আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটি বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। সূর্যকুমার, তিলক ভার্মা, মহম্মদ শামিরা দলে ঢুকতে পারেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরারা ফাইনালের আগে বিশ্রাম নিতে পারেন।

আরও পড়ুন:কেন এশিয়া কাপে সুযোগ পাচ্ছেন না শামি? মুখ খুললেন দলের বোলিং কোচ

 

 

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version