Sunday, November 9, 2025

শুভেন্দুর কর্মসূচির নামে মোটা টাকা তোলাবাজি! ব্যবসায়ীকে মারধরে ‘গদ্দার’কে গ্রে.ফতারের দাবি তৃণমূলের

Date:

বিজেপি নেতাদের (BJP Leader) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কিছু নয়। তবে সেই তোলা আদায়ের জন্য কাউকে বেধড়ক মারধর (Harassments) করতেও এতটুকু পিছপা হচ্ছে না গেরুয়া বাহিনী। এবার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর নাম করে দলীয় তহবিলে মোটা টাকা অনুদান চেয়েছিলেন বিজেপির এক মণ্ডল সভাপতি। আর তা দিতে অস্বীকার করায় এবার এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকার ঘটনা। এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সুজন জোয়ারদার।

প্রহৃত ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার ফুলিয়াতে ‘মেরা মাটি, মেরা দেশ’ নামে বিজেপির এক কর্মসূচীতে যোগ দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। আর সেই অনুষ্ঠানের নামেই বিজেপির ওই মণ্ডল সভাপতি সুজনের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আর তা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরেই বৃহস্পতিবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রহৃত ওই ব্যবসায়ী। ইতিমধ্যে এমন আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। ব্যবসায়ীর অভিযোগ, বুধবার বাঁশতলাপাড়ায় বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন ব্যবসায়ী সুজনের পথ আটকে শুভেন্দু অধিকারীর কর্মসূচির নাম করে মোটা টাকা দাবি করে। কিন্তু, সুজন তা দিতে রাজি অস্বীকার করলেই বাঁধে বিপত্তি। এরপরই ইট, বাঁশ, লাঠি দিয়ে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

এদিকে তৃণমূলের তরফে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, দলবদলু শুভেন্দুর নির্দেশেই বিজেপির নেতারা এভাবে তোলাবাজি চালিয়ে যাচ্ছেন। আর সেকারণে ওই দুই অভিযুক্তের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও গ্রেফতার করা হোক। অন্যদিকে, নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার জানান, ছোট হোক বা বড় যে কোনও প্রোগ্রামে ওরা যে টাকা খরচ হয় তার দশগুণ টাকা তোলে বিজেপি। ব্যবসায়ীকে সাধুবাদ জানাই সাহস করে অভিযোগ জানানোর জন্য। আগামীদিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবেন বলেই আমার বিশ্বাস।

 

 

 

 

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version