Saturday, November 15, 2025

বাংলায় উন্নত মেধা, জমির অভাব নেই: BGBS-এ স্পেনের শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: BGBS আসুন। আমাদের আতিথেয়তার সুযোগ দিন। আমাদের রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ রয়েছে। শুক্রবার মাদ্রিদে শিল্প সম্মেলনে স্পেনের শিল্পপতিদের BGBS-এ আহ্বান জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন বসে সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ ইন্ডিয়ান চেম্বার অব কর্মাসের সদস্যরা। রয়েছেন মাদ্রিদ-সহ স্পেনের শিল্পগোষ্ঠীর কর্তারা। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, বাংলায় লগ্নি করুন। জমি কোনও সমস্যা হবে না। এখানে উন্নত মেধার মানুষ রয়েছেন। শুধু তাই নয়, দেশের মধ্যে সবচেয়ে বেশি দক্ষ শ্রমিক রয়েছে বাংলায়।

নতুন উদ্দীপনার মেজাজে শুরু হয় শুক্রবারের শিল্প সম্মেলন। মাদ্রিদে তখন কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম। ছিলেন বাংলার নবীন-প্রবীণ শিল্পপতিরা। আর রয়েছে মাদ্রিদ-সহ স্পেনের নানা শিল্প সংস্থা ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। বলতে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে সকলে বাংলায় আসার আন্তরিক আহ্বান জানালেন। বললেন, স্পেনের মতোই আমরা ফুটবল, ছবি আঁকা, শিল্প ভালবাসি। ফুটবল বিশ্বকাপ দেখেছি। কলকাতায় যাচ্ছেন মেসি। আমার সঙ্গে তিন দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্তারা এসেছেন। আছেন সাংবাদিক ও শিল্পপতিরাও। মুখ্যমন্ত্রী জানালেন, ২১, ২২ ও ২৩ নভেম্বর কলকাতায় বসবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এটা ভারতের সেরা। আপনারা আসুন।

কেন বাংলায় লগ্নি? ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।
বাংলার প্রশাসনিক প্রধান জানান, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। জমির কোনও সমস্যা নেই। সেইসঙ্গে দেশের মধ্যে সবচেয়ে উন্নত মেধা রয়েছে বাংলায়। ইসরোর চন্দ্রযানের ৪০ শতাংশ গবেষকই বাংলার। আর আছেন দক্ষ শ্রমিক। পাশাপাশি, এখানে যাতায়াতের সুবিধা রয়েছে। বিমান-জলপথ-সড়ক যোগাযোগের সুবিধা আছে। আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলছি। এখানে ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। শিল্প বন্ধু সরকার। রাজ্য সরকারি তরফে ইনসেনটিভ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় পাহাড়-সমতল-নদী-জঙ্গল সবরকম ভৌগলিক বৈচিত্র্য আছে। বাংলায় পর্যটনের প্রচুর সুযোগের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ পর্যটনের অন্যতম সেরা গন্তব্য। ইউনেস্কোও তা ঘোষণা করেছে। তাঁর কথায়, বাংলা শিল্পের কদর করতে জানে। আমাদের মূল উৎসব দুর্গাপুজো। তবে, আমরা সব ধর্ম-সম্প্রদায়কে ভালবাসি। এখানে সৌহার্দ্যের পরিবেশ। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সব ধর্মের সব উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়। বইমেলা থেকে চলচ্চিত্র উৎসব- এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সবই। তিনি বলেন, বিভিন্নতার মধ্যে ঐক্যই আমাদের দেশের বৈশিষ্ট্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এসেছে, কন্যাশ্রীর প্রসঙ্গ। তিনি বলেন, কন্যা সন্তানকে আমরা যত্ন করি। কলেজ পর্যন্ত তাদের সব শিক্ষা বিনা খরচে দেওয়া হয়। আমরা সামাজিক সুরক্ষা দিয়েছি ৯৯ শতাংশ মানুষকে। এরপরেই মুখ্যমন্ত্রী শিল্পপতিদের আহ্বান জানিয়ে বলেন, বাংলায় আসুন, লগ্নি করুন, জমির কোনও অভাব হবে না। মাদ্রিদে শিল্প সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় “বাংলার মাটি, বাংলার জল”। বিশ্বকবির যে সৃষ্টিকে সম্প্রতি নতুন রাজ্য সঙ্গীত ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সম্মেলনে উপস্থিত ছিলে তরুণ শিল্পপতি তরুণ ঝুনধুনওয়ালা, আদিত্য আগরওয়াল, উমেশ চৌধুরী, শাশ্বত গোয়েঙ্কা, প্রশান্ত মোদি প্রমুখ। তাঁরা বলেন, আমরা বাংলা ব্যবসা করছি। এটা পাল্টে যাওয়া বাংলা। এখানে ধর্মঘট হয় না, কর্মদিবস নষ্ট হয় না। রাজ্য সরকার শিল্পবন্ধু। অভিভাবকের মতো পাশে থাকেন মুখ্যমন্ত্রী।

স্পেনের সরকারি প্রতিনিধিরা বলেন, আমরা লক্ষ্য রাখছি। খবর পেয়েছি, বাংলা বদলে গিয়েছে। আমাদের যেসব সংস্থা ভারতে কাজ করে, তারা এতদিন বাংলায় খুব কম কাজ করত। এই শিল্প সম্মেলন এই কারণেই দরকার ছিল, বাংলা সম্পর্কে স্পষ্টা ধারণা পাওয়া গেল। এবার বাংলায় লগ্নির বিষয়টি গুরুত্বের সঙ্গ ভাবব।

এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধার বিস্তারিত চিত্র তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version