রানিনগরে স্থায়ী সমিতি নির্বাচন নিয়ে সময়সীমা বেঁধে দিল আদালত!

0
1

মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর (Raninagar, Murshidabad)পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে একের পর এক বিতর্কের আবহে এবার কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ( Justice Amrita Sinha ) প্রশ্ন রানিনগরে পঞ্চায়েত সমিতির ( Raninagar Panchayat Samiti ) স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব হবে? ২৭ আসন বিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে, বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টিতে। তৃণমূল জয়ী হয় ১৩টিতে। কংগ্রেস কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। অশান্তির অভিযোগে কংগ্রেস ও বাম নেতা কর্মী-সহ ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ১১ সেপ্টেম্বর কংগ্রেসের ৩ পঞ্চায়েত সমিতির সদস্যকে ভাঙিয়ে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ ওঠায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা।

আজ এই মামলায় বিচারপতি জানান, যদি ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকে, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। পাশাপাশি স্থায়ী সমিতির নির্বাচন কবে সম্ভব হবে সেই নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্য়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।