Thursday, January 29, 2026

হরিয়ানার নুহ গোষ্ঠীসং.ঘর্ষে জড়িত থাকার অভিযোগ! কংগ্রেস বিধায়ককে গ্রে*ফতার বিজেপি পুলিশের

Date:

Share post:

ইন্ডিয়া জোট যত শক্তি বাড়াচ্ছে ততই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে বিজেপি। ইন্ডিয়া মহাজোটের সমন্বয় সম্মেলনের প্রথম বৈঠকে তৃণমূল সাংসদকে প্যাঁচে ফেলতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু তাতে সফলতা না পেয়ে এ বার হরিয়ানার নুহতে সাম্প্রতিক গোষ্ঠীহিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কংগ্রেস বিধায়ক মহম্মদ খানকে গ্রেফতার করল বিজেপি সরকার। হরিয়ানা পুলিশের দাবি, গোষ্ঠীহিংসায় মহম্মদ খানের জড়িত থাকার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে।যদিও তার কোনও প্রমাণ এখনও দিয়ে উঠতে পারেনি বিজেপি পুলিশ।

আরও পড়ুনঃ পুজোর পরই কলকাতায় INDIA, ঐতিহাসিক জনসভা করবে মহাজোট

বৃহস্পতিবার হরিয়ানা পুলিশ এফআইআর দায়ের করার পরেই গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবার মহম্মদ খান পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। হাইকোর্ট মামলাটির শুনানি ১৯ তারিখ পর্যন্ত পিছিয়ে দেয়। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

ফিরোজপুর জিরখার বিধায়ক মহম্মদ খানের আইনজীবীর অভিযোগ, পুলিশের কাছে জমা পড়া প্রাথমিক অভিযোগে তাঁর মক্কেলের নাম ছিল না। কিন্তু পরে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকায় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সরকারের পুলিশ রাজনৈতিক কারণে এফআইআর-এ মহম্মদ খানের নাম অন্তর্ভুক্ত করে।

অগস্টের প্রথমদিকে নুহ, মেওয়াত, গুরুগ্রাম-সহ হরিয়ানায় একাধিক এলাকায় গোষ্ঠীহিংসা ছড়িয়েছিল। হিংসার পিছনে বজরং দলের নেতা, গোরক্ষক বাহিনীর সর্দার মনু মানেসরের উস্কানিমূলক বিবৃতিকে দায়ী করা হয়। গত ফেব্রুয়ারিতে মনুর বিরুদ্ধে রাজস্থানের দুই ব্যবসায়ীকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। গত সপ্তাহে ওই মামলায় মনুকে গ্রেফতার করে রাজস্থান পুলিশের হাতে তুলে দিয়েছে হরিয়ানা পুলিশ।কিন্তু এতকিছুর পরও শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি ও নিজেদের ক্ষমতা প্রদর্শনে এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল বিজেপি পুলিশ।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...