Friday, November 7, 2025

Soumitrisha Kundu: কৌশিকী অমাবস্যায় ‘মিঠাই’-এর ভক্তিতে মজল নেটপাড়া

Date:

সিরিয়ালের ‘মিঠাই’রানি কৌশিকী অমাবস্যায় হঠাৎ করেই শিরোনামে উঠে এলেন। এইমুহূর্তে তিনি উত্তরবঙ্গে তাঁর টলিউড ডেবিউ ‘প্রধান’ (Pradhan)সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। দেবের (Dev) সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু ব্যস্ত শিডিউল থাকলেও, মা’কে ভুলে যান কী করে? তাই গতকাল কৌশিকী অমাবস্যাতে (Kousiki Amavasya) অভিনেত্রীর ভক্তিতে মজলেন অনুরাগীরা। আসলে ঈশ্বরে অগাধ বিশ্বাস নায়িকার। তাই অমাবস্যায় শুটিংয়ের মাঝেও তিনি ছুটে গেলেন কালীমন্দিরে (Kalipuja)। পুজো দিলেন ভক্তি ভরে, মায়ের পায়ে ঠেকানো জবা ফুল পুরোহিত নিজে ছুঁয়ে দিলেন তাঁর মাথায়। নিজেই শেয়ার করলেন সেই ছবি। তাঁকে দেখে অবাক ভক্তরা। শিকড় যে তিনি ভোলেননি সেই কথাই কমেন্ট বক্সে লিখেছেন অনুরাগীরা।

বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত চেনা মুখ সৌমিতৃষা কুণ্ডু। এক সিরিয়ালেই কার্যত তাঁর পরিচিতি আকাশছোঁয়া। নানা চরিত্রে তিনি সাবলীল অভিনয় করলেও ঈশ্বরভক্তি নিয়ে বরাবরই সরব সৌমিতৃষা। তাঁর ‘মিঠাই’ ধারাবাহিকের সেটেও থাকত দেবতার মূর্তি। নিয়মিত পুজো করে তবেই তিনি শুটিং শুরু করতেন । সিরিয়ালেও গোপাল ঠাকুরকে নিয়ে বারবার সওয়াল করেছেন তিনি। বাস্তবেও তিনি আস্তিক মানুষ। ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই সুযোগ পাওয়া সম্ভব ছিল না বলে আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ‘প্রধান’ সিনেমার শুটিং অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে অভিনেতা দেবের যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। সৌমিতৃষা বলেন,” দেবদা এক অদ্ভুত ব্যালেন্স করে চলা মানুষ, হাসি মজার ঠাট্টার সময় তাঁর জুড়ি মেলা ভার, আমার কাজের সময় তিনি ঠিক ততটাই সিরিয়াস। আর এটাই তো প্রয়োজন। আমার কাছে এটা একটা অভিনয়ের ওয়ার্কশপ।”

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version