Wednesday, August 20, 2025

খালি.স্তানিদের নিয়ে ক.ড়া বার্তার জের! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল কানাডা

Date:

জি ২০ সম্মেলনের ‘অভূতপূর্ব সাফল্যের’ পরেই জোর ধাক্কা খেল ভারত। হঠাৎই থমকে গেল ‘কানাডিয়ান বাণিজ্য মিশন’ অর্থাৎ ভারত-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। আগামী ৯ অক্টোবর থেকে পাঁচদিনের বাণিজ্য় আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে কী কারণে এই চুক্তি আলোচনা আপাতত স্থগিত করে দেওয়া হল, সে বিষয়ে কানাডার তরফে কিছু জানানো হয়নি।

জি-২০ সম্মেলনেই হাসিমুখে দেখা হয়েছিল দুই দেশের প্রধানমন্ত্রীর। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু সম্মেলন শেষ হতেই সম্পর্কে চিড়। এখন প্রশ্ন উঠছে, কী এমন ঘটনা ঘটল যে কানাডা এই মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করল? তবে বিশ্লেষকদের মতে, কানাডায় খলিস্তানিদের বাড়বাড়ন্ত নিয়ে কানাডাকে কড়া বার্তা দিয়েছে ভারত। দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনেও কানাডায় খালিস্তানপন্থী ও সমর্থকদের কার্যকলাপ এবং ভারতের কূটনৈতিক মিশনের বিরোধিতা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই টানাপোড়েনের জেরেই থমকে গিয়েছে বাণিজ্য চুক্তি বলে মত অনেকের।
উল্লেখ্য, সম্প্রতি কানাডায় অতিসক্রিয় হয়ে উঠেছে খলিস্তানিরা। নিশানা করা হয়েছে ভারতীয় দূতাবাসকে। ইন্দিরা গান্ধীর মৃত্যুদৃশ্য নিয়ে ট্যাবলো বের করে খলিস্তানিরা। দেশের নানা প্রান্তে ‘কিল ইন্ডিয়া’ পোস্টারও ছড়িয়ে পড়ে। এই বিষয়ে ট্রুডো সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত।

আরও পড়ুন- গিরিরাজকে চিঠি ডেরেকের, ৩ অক্টোবর দেখা করতে চান মমতা-অভিষেক

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version