ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা লঙ্কান শিবিরে

চলতি এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার।

আগামিকাল এশিয়া কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর তার আগে ধাক্কা লঙ্কানদের শিবিরে। চোটের কারণে ফাইনালের আগে ছিটকে গেলেন মহেশ থিকশানা। তাঁর বদলে দলে এলেন সাহান আরাচিগেকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন থিকশানা। এরপরে আর মাঠে নামেননি তিনি। পরবর্তীতে স্ক্যান করলে পেশীর আঘাত ধরা পড়ে।

চলতি এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার। স্বাভাবিক ভাবেই ফাইনালে তাঁকে না পাওয়া লঙ্কানদের জন্য বড় ক্ষতি। আসন্ন একদিনে বিশ্বকাপের দলেও রয়েছেন থিকশানা। বিশ্বকাপের আগে তাঁর চোটে উদ্বেগ তৈরি হয়েছে শ্রীলঙ্কা শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কি না এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের টিকিট নিয়ে সমস্যা মেটাতে আসরে CAB : সূত্র