Wednesday, December 17, 2025

রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে সৌরভকে ফুটবল কিনে দিলেন মুখ্যমন্ত্রী, দিদির উপহারে খুশি দাদা

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: শনিবাসরীয় সন্ধ্যায় মাদ্রিদে অন্য মুডে ধরা দিলেন বাংলার দিদি ও দাদা। দুপুরে রিয়াল মাদ্রিদ ক্লাব ও স্টেডিয়াম ঘুরে দেখার পর ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটবল কিনে উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি মনে সেই উপহার গ্রহণ করে সৌরভ জানালেন, এই ফুটবল আমি যত্ন করে গুছিয়ে রাখব।

বাঙালির আবেগ ফুটবলকে ঘিরে আরও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই লা লিগার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। শনিবার ১২১ বছরের ঐতিহাসিক ক্লাব রিয়াল মাদ্রিদ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুগ্ধ বিস্ময়ে রিয়াল মাদ্রিদের মাঠ ও ট্রফি সম্ভার পরিদর্শন করেন দুজনে। বাংলার ফুটবল পরিকাঠামো কীভাবে আরও উন্নত করে তোলা যায় সেই লক্ষ্যে খুঁটিয়ে দেখেন বিশ্বমানের এই ক্লাবের সমস্ত পরিকাঠামো। সেখান থেকে বেরিয়েই সকলকে চমকে দিয়ে সৌরভকে ফুটবল কিনে উপহার দেন মুখ্যমন্ত্রী। দিদির এই উপহার পেয়ে আপ্লুত বাংলার দাদা সৌরভ।

এদিন রিয়াল মাদ্রিদ ক্লাব ও স্টেডিয়াম দেখে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রক্তে মিশে আছে ফুটবল। ক্রিকেটও রয়েছে। আমার মূল লক্ষ্য বাংলার ফুটবলের পরিকাঠামোকে আরো আধুনিক করে তোলা। রিয়ালের মাঠ, স্টেডিয়াম, ক্লাব সবই অত্যাধুনিক। আমাদেরও যুবভারতী ক্রীড়াঙ্গন রয়েছে, তাকে ছোট করলে চলবে না। আমরা সবটা ঘুরে দেখলাম। লা লিগার সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে, যত দ্রুত সম্ভব বাংলায় ফুটবল অ্যাকাডেমি তৈরি হবে, তবে একটা স্টেডিয়াম ওদের দিতে হবে। আমরা ফিরে গিয়ে মুখ্যসচিব, সৌরভ সহ সবাইকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন- গিরিরাজকে চিঠি ডেরেকের, ৩ অক্টোবর দেখা করতে চান মমতা-অভিষেক

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...