Sunday, August 24, 2025

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে সাংবাদিকদের যাওয়া নিয়ে একটি মহল থেকে উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা, মিথ্যাচার, নোংরা ও সস্তার রাজনীতি শুরু হয়েছে। বলা হচ্ছে, সাংবাদিকরা নাকি সরকারের অর্থে স্পেন ও দুবাই সফরে গিয়েছেন। এই অসত্য এবং ডাহা মিথ্যাচারের মাধ্যমে লোক ক্ষ্যাপানো কিংবা জনমানসে ভ্রান্ত ধারনা তৈরির বিরুদ্ধে এবার কড়া আইনি পদক্ষেপ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এই নোংরামি দেখে মাদ্রিদেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সফররত সাংবাদিকরা। সিদ্ধান্ত হয়েছে, যে বা যারা এই নোংরা অপকীর্তি করছে, তাদের বিরুদ্ধে তথ্য সংস্কৃতি দফতর কড়া আইনি পদক্ষেপ করবে। রেয়াত করা হবে না একজনকেও।

কারা করছে এই নোংরামি? করছে এক ইউটিউবার, যে নিজেকে বিজেপি বলে পরিচয় দেয়। তার সঙ্গে বিজেপির কিছু অতৃপ্ত আত্মা, যারা ঘরে বাইরে দু’জায়গাতেই ধিকৃত। এদের সঙ্গে যুক্ত হয়েছে শূন্যয় নেমে আসা কিছু সিপিএম, যাদের অস্তিত্ব শুধু সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারে।

কেন কড়া আইনি পদক্ষেপ? কারণ,
১. এই বক্তব্য ডাহা মিথ্যাচার। উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা।
২. সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
৩. সরকারের ভাবমূর্তি নষ্ট করা।
৪. সাংবাদিকদের সম্বন্ধেও ভুল ধারনা তৈরি করা।

আসল ঘটনা কী?
মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফরে যে সাংবাদিকরা গিয়েছেন, তাঁদের পাঠিয়েছে তাঁদের নিজের নিজের হাউস। অর্থাৎ, যাঁরা, যে সংবাদ মাধ্যমে রয়েছেন, সেই সংবাদ মাধ্যমই তাঁদের এই সফরের খরচ বহন করছে। সরকারের অর্থে যাওয়ার খবর সর্বৈব মিথ্যাচার, ইচ্ছাকৃত রটনা এবং জনমানসে নেতিবাচক ধারনা তৈরির চেষ্টা।

কী ব্যবস্থা?
এই কুরুচিকর মিথ্যাচার যারা করছেন, তাদের উপর কড়া নজর রাখা হচ্ছে। যারা এগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে তথ্য সংস্কৃতি দফতর। ব্যবস্থা নেওয়ার সময় কান্নাকাটি করা এবং আমি না জেনে করেছি বলেও বিশেষ কোনও লাভ হবে না। তার কারণ, ফৌজদারি ও ক্রিমিনাল, দুই ধরনের মামলাই এবার হতে চলেছে। সধারণ মানুষ আসল ঘটনা জানেন না। তাঁদের মধ্যে ভুল ধারনা তৈরির চেষ্টা করেছে এরা। তার প্রতিক্রয়ারও মুখোমুখি এবার হতে হবে।

এই মিথ্যাচারীরা বহুদিন থেকেই সক্রিয়। এতদিন উপেক্ষা করা হয়েছে। কিন্তু এবার কুৎসা, নোংরামি, মিথ্যাচার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। গল্পের গরু গাছে উঠেছে। এর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version