Sunday, November 16, 2025

সফর নিয়ে কুৎসাকারীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা

Date:

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে সাংবাদিকদের যাওয়া নিয়ে একটি মহল থেকে উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা, মিথ্যাচার, নোংরা ও সস্তার রাজনীতি শুরু হয়েছে। বলা হচ্ছে, সাংবাদিকরা নাকি সরকারের অর্থে স্পেন ও দুবাই সফরে গিয়েছেন। এই অসত্য এবং ডাহা মিথ্যাচারের মাধ্যমে লোক ক্ষ্যাপানো কিংবা জনমানসে ভ্রান্ত ধারনা তৈরির বিরুদ্ধে এবার কড়া আইনি পদক্ষেপ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এই নোংরামি দেখে মাদ্রিদেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সফররত সাংবাদিকরা। সিদ্ধান্ত হয়েছে, যে বা যারা এই নোংরা অপকীর্তি করছে, তাদের বিরুদ্ধে তথ্য সংস্কৃতি দফতর কড়া আইনি পদক্ষেপ করবে। রেয়াত করা হবে না একজনকেও।

কারা করছে এই নোংরামি? করছে এক ইউটিউবার, যে নিজেকে বিজেপি বলে পরিচয় দেয়। তার সঙ্গে বিজেপির কিছু অতৃপ্ত আত্মা, যারা ঘরে বাইরে দু’জায়গাতেই ধিকৃত। এদের সঙ্গে যুক্ত হয়েছে শূন্যয় নেমে আসা কিছু সিপিএম, যাদের অস্তিত্ব শুধু সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারে।

কেন কড়া আইনি পদক্ষেপ? কারণ,
১. এই বক্তব্য ডাহা মিথ্যাচার। উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা।
২. সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
৩. সরকারের ভাবমূর্তি নষ্ট করা।
৪. সাংবাদিকদের সম্বন্ধেও ভুল ধারনা তৈরি করা।

আসল ঘটনা কী?
মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফরে যে সাংবাদিকরা গিয়েছেন, তাঁদের পাঠিয়েছে তাঁদের নিজের নিজের হাউস। অর্থাৎ, যাঁরা, যে সংবাদ মাধ্যমে রয়েছেন, সেই সংবাদ মাধ্যমই তাঁদের এই সফরের খরচ বহন করছে। সরকারের অর্থে যাওয়ার খবর সর্বৈব মিথ্যাচার, ইচ্ছাকৃত রটনা এবং জনমানসে নেতিবাচক ধারনা তৈরির চেষ্টা।

কী ব্যবস্থা?
এই কুরুচিকর মিথ্যাচার যারা করছেন, তাদের উপর কড়া নজর রাখা হচ্ছে। যারা এগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে তথ্য সংস্কৃতি দফতর। ব্যবস্থা নেওয়ার সময় কান্নাকাটি করা এবং আমি না জেনে করেছি বলেও বিশেষ কোনও লাভ হবে না। তার কারণ, ফৌজদারি ও ক্রিমিনাল, দুই ধরনের মামলাই এবার হতে চলেছে। সধারণ মানুষ আসল ঘটনা জানেন না। তাঁদের মধ্যে ভুল ধারনা তৈরির চেষ্টা করেছে এরা। তার প্রতিক্রয়ারও মুখোমুখি এবার হতে হবে।

এই মিথ্যাচারীরা বহুদিন থেকেই সক্রিয়। এতদিন উপেক্ষা করা হয়েছে। কিন্তু এবার কুৎসা, নোংরামি, মিথ্যাচার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। গল্পের গরু গাছে উঠেছে। এর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version