Wednesday, August 27, 2025

দল বিরোধী কাজ বরদাস্ত নয়! জলঙ্গির বিধায়ককে শোকজ করে অবস্থান স্পষ্ট করল তৃণমূল

Date:

দল বিরোধী (Anti Party Activities) কাজকে যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা আগেভাগেই জানিয়েছিল দল। আর সেই দল বিরোধী কাজের জন্যই মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাককে (Abdur Razzak) শোকজ করল দল। দলীয় সূত্রে খবর, তৃণমূলের (TMC) যুব জেলা সভাপতি রাকিবুল ইসলামের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জলঙ্গির বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তা আরও প্রকট হয়। আর এমন আবহে জলঙ্গির বিধায়ককে শোকজ করে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। ইতিমধ্যে বিধায়ককে শোকজ (Show Cause) নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে খবর, বাম-কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের অভিযোগ ওঠে বিধায়ক আব্দুল রাজ্জাক ও উত্তর জোনের ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের বিরুদ্ধে। আর সেই অভিযোগ সামনে আসতেই তাঁদের শোকজের সিদ্ধান্ত নিল দল। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনিক জেলা সভাপতি সাওনী সিংহ রায়ের অভিযোগ, এখানকার বিধায়ক ও ব্লক সভাপতি কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে প্রতিটি জায়গায় সিপিএম ও কংগ্রেসকে (CPIM-Congress) সুবিধা করে দিয়েছেন, তা দলের পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বারবার তাঁকে বলেছি, কর্মীদের নিয়ে চলার জন্য। কিন্তু সেটা তিনি করেননি।

পাশাপাশি তাঁর আরও অভিযোগ, পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ক্ষেত্রেও বিধায়ক ও জেলা পরিষদের এক সদস্য দলকে ভোট না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সমর্থনে সিপিএমের পক্ষ থেকে স্থায়ী সমিতি গঠন হয়ে গেল। এটা জেলার পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা তাঁকে শোকজ নোটিস পাঠাচ্ছি। দীর্ঘদিন এভাবে চলতে পারে না। জলঙ্গির মাটি তৃণমূলের মাটি। তৃণমূলের মাটির উপর দাঁড়িয়ে কেউ মীর্জাফরগিরি করবে, এটা আমরা মেনে নিতে পারব না।

 

 

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version