Thursday, August 21, 2025

লাইন রক্ষ.ণাবেক্ষণের জন্য রবিবার একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষনা রেলের!

Date:

হাওড়া (Howrah) শাখায় ট্রেন নিয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ কিছুতেই কাটছে না। প্রতি সপ্তাহের শনি-রবিবার হলেই যেন ট্রেন বাতিলের (Train Service Cancel) সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। মাসখানেকে পুজো শুরু , তাই স্বাভাবিকভাবেই ছুটির দিনে ট্রেনে একটু বেশি ভিড় হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এমনিতেই রবিবার অসংখ্য গাড়ি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাতিল থাকে। সেই তালিকায় নতুন সংযোজন হচ্ছে আরও একগুচ্ছ ট্রেন। সিগন্যাল এবং লাইন রক্ষণাবেক্ষণের (Railway track maintenance) কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায় আগামী রবিবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর একগুচ্ছ ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল (Eastern Railways)। ফের একবার চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

রেলের তরফে বলা হয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সারাদিন ধরেই ‘পাওয়ার ব্লক’ থাকবে। তাই ওই দিন ট্রেন চলাচল ব্যাহত হবে। বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও রদবদল করা হয়েছে। এমনিতেই সপ্তাহের বাকি দিনগুলোতে লোকাল ট্রেনের হাওড়া স্টেশনে পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে অন্ততপক্ষে ২৫ -৩০ মিনিট দেরি হওয়ার ঘটনা যেন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। হাওড়া শাখার নিত্যযাত্রীরা বলছেন যেখানে সেখানেই গাড়ি দাঁড়িয়ে পড়ছে, শুধু তাই নয় লিলুয়া পর থেকে হাওড়া পৌঁছতে কমপক্ষে চার থেকে পাঁচ বার করে ট্রেন দাঁড়াচ্ছে অফিস টাইমে। এতে প্রত্যেকের কাজের দেরি হচ্ছে। প্রতি সপ্তাহে এত লাইন রক্ষণাবেক্ষণের কাজ করে আখেরে কী লাভ হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছেন ট্রেন যাত্রীরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version