Thursday, August 21, 2025

মাঠের বাইরে দুরন্ত পারফরম্যান্স, মাঠকর্মীদের জন‍্য বিরাট পুরস্কার ঘোষণা এসিসি সভাপতি জয় শাহ’র

Date:

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা রোহিত শর্মারা। ২০২৩ এশিয়া কাপ আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে না যাওয়ায় এশিয়া কাপ আয়োজন হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় অধিকাংশ ম‍্যাচ। তবে ২০২৩ এশিয়া কাপে সব থেকে বেশি শিরোনামে উঠে এসেছে বৃষ্টি। টানা বৃষ্টি। টুর্নামেন্টে বৃষ্টির কোন কামাই নেই। তবে এর মধ্যেই চরম পেশাদারিত্বের সঙ্গে শ্রীলঙ্কার মাঠে আয়োজিত হয় এশিয়া কাপ। বৃষ্টির ভ্রুকুটি নিয়েই সফলভাবে টুর্নামেন্ট শেষ হয়। আর এর জন্য মাঠকর্মীদের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ। এসিসি সভাপতির টুইটারে জানান, ৫০ হাজার ডলার মাঠকর্মীদের পুরস্কার দেওয়া হবে।

এই নিয়ে টুইট জয় শাহ লেখেন,” ক্রিকেটের অঘোষিত হিরোদের কুর্নিশ। কলম্বো এবং ক্যান্ডির মাঠকর্মীদের জন্য এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। অসম্ভব দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। রুদ্ধশ্বাস ক্রিকেট একশনের জন্য দুরন্ত পিচ এবং সবুজ মাঠের রক্ষণাবেক্ষণ- মঞ্চ ওঁরাই গড়ে দিয়েছিল। ক্রিকেটের সাফল্যের জন্য ওঁরা যা করেছে, তাতে এই স্বীকৃতি ওঁদের প্রাপ্য। এঁদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই পুরস্কারের উদযাপন।”

গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। সুপার ফোরে রিজার্ভ ডে’র ব্যবস্থা করে ভারত-পাক ম্যাচ আয়োজন করা হয়েছে। ক্রমাগত বৃষ্টি সত্ত্বেও সুপার ফোরের কোনও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি বৃষ্টি। মাঠ শুকনো করা, জল নিষ্কাশন করা, পিচে তড়িঘড়ি কভার দেওয়া বারবার বেশ ভালো ভাবেই পালন করেছেন মাঠকর্মীরা।

আরও পড়ুন:‘বলেছিলাম এটি শক্তিশালী দল’, এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হতেই রোহিতদের প্রশংসায় মহারাজ

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version