Thursday, August 21, 2025

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেকারণেই পাহাড়ি ধসে চাপা পড়ল একাধিক ঘর। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে পিষে দিল একাধিক ঘরবাড়ি। ধসের কারণেই ভয়াবহ অবস্থা কঙ্গোতে (Congo)। ইতিমধ্যে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। কঙ্গো নদীর পাশে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরের ঘটনা। আর আচমকা এমন ঘটনায় শোকের ছায়া কঙ্গোতে।

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে সেখানে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণেই পাহাড়ে ধস নামে। আর পাহাড়ের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক বাড়ি। তবে এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোঙ্গালা প্রদেশের গভর্নর। তিনি জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এমন বিপর্যয়। তবে ধ্বংসস্তূপে চাপা পড়া দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর সবরকম চেষ্টা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

কিছুদিন আগেই কঙ্গোর সোনার খনিতে ধস নেমে একাধিক শ্রমিক আটকে পড়েন। তারপর কিছুদিন কাটতে না কাটতেই বৃষ্টিতে ধস নেমে বহু মানুষের প্রাণহানির ঘটনা সামনে এল।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version