Wednesday, August 27, 2025

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু দেবলীনা-ভাস্বরের! ভা.ইরাল ছবি ঘিরে বাড়ছে জল্পনা

Date:

তথাগত (Tathagata Mukherjee) অধ্যায় অতীত। এবার ভাস্বর (Bhaswar Chatterjee) প্রেমে মজেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt)! হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন এক ছবি ভাইরাল হয়েছে। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। তবে কী চার হাত এক হতে চলেছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্তের? রবিবার একটি ছবি একসঙ্গে পোস্ট করেন দেবলীনা ও ভাস্বর। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা একেবারে নতুন বউয়ের সাজে হাজির টলি অভিনেত্রী। দেবলীনার পরনে লাল হলুদ জামদানি আর অভিনেত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবি পরেছেন অভিনেতার। ছবির ক্যাপশনে লেখা, ‘করে ফেললাম…’। পাশাপাশি দেবলীনার সিঁথিতে চওড়া সিঁদুর দেখে তুঙ্গে জল্পনা। এরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে কমেন্টে। তবে কী সাত পাকে বাঁধা পড়লেন দুই তারকা?

কিছুদিন আগেই পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে দেবলীনা দত্তের। তৃতীয় ব্যক্তির কারণেই এই বিচ্ছেদ বলে খবর। অন্যদিকে, বেশ অনেক বছর আগেই উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ভাস্বর চট্টোপাধ্যায়েরও। বর্তমানে দুজনেই সিঙ্গেল। আর আচমকা তাঁদের অন্তরঙ্গ ছবি দেখে শুরু হয়েছে জল্পনা। তবে কী নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেতা জুটি? তবে সেই উত্তর এখনও খোলসা করেননি দেবলীনা ও ভাস্বর। আর এই ধন্ধ ঘিরেই ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ।

তবে ছবি দেখার পর বেশিরভাগ অনুরাগীরাই দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, দুজনকে দারুণ লাগছে। কেউ কেউ মশকরাও করেছেন। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন আগামী কোন সিরিয়ালে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে? তবে এক ব্যক্তি লিখেছেন, ভাদ্রমাসে তো বিয়ে হয় না। তাহলে এটা কী পুরোপুরি চমক নাকি সত্যি জীবনের নয়া ইনিংস শুরু করেছেন দুজনে? সবমিলিয়ে ভক্তদের মনে বাড়ছে কৌতূহল।

 

 

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version