Thursday, December 18, 2025

প্রবাসী ভারতীয়দের সামনে ‘দেশনেত্রী’ মমতা

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ‘দেশনেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি ভারতের এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিদেশের মাটিতে তিনি ভারতের প্রতিনিধি। তাঁর কথায়, ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য। সেটাই তার ভিত্তি। দেশের বাইরে আমরা সবাই এক। দেশে রাজনৈতিক বিভেদ থাকতে পারে। কিন্তু ভারতের বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিনিধি।

আরও পড়ুন: ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মমতা-অভিষেক

বাংলার শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরতে ৩৪ বছরের কথা মুখ্যমন্ত্রী তাঁর কথায় বলেছেন ঠিকই, কিন্তু একবারও সিপিএমের নাম করেননি। দেশের নানা ভাষা, নানা মতের কথা তুলে ধরেছেন। বলেছেন, এক এক রাজ্যের এক একরকম বৈচিত্র্য। আলাদা আলাদা জায়গার উল্লেখ করে, ভাষার উল্লেখ করে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। গুজরাত থেকে মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে পাঞ্জাব- সব রাজ্যের কথা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। বলেন, দক্ষিণ ভারতের মানুষ তো হিন্দি বলতে পারেন না। কিন্তু তাঁরা কত স্মার্ট! আবার বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ভাষার মধ্যে মিল রয়েছে। বাংলাতেও এক এক জেলায়, এক এক রকম টানে মানুষ কথা বলেন। এই সবটা মিলিয়েই আমাদের দেশ।

মহারাষ্ট্রের দুই নেতা শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইতেই I.N.D.I.A জোটের তৃতীয় বৈঠকের কথাও উল্লেখ করেন তৃণমূল সভানেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার যেমন রসগোল্লা তেমন অন্য জায়গার লাড্ডু। মহারাষ্ট্রের বিখ্যাত গণেশ পুজো, ওড়িশায় পুরীর মন্দির। এভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্যে সমগ্র ভারতের বৈচিত্র্যের চিত্র ফুটে ওঠে। কথাপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘাতে পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।

বার্সেলোনায় বেশ কয়েকজন তরুণ-তরুণী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ম্যানেজমেন্ট পড়তে গিয়েছেন। রবিবার প্রবাসীদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরাও। তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আসছেন শুনেই দেখা করার জন্য উদগ্রীব ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, আপনারা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখাপড়া করুন। ম্যানেজমেন্ট সম্পর্কে জানুন। কিন্তু দেশে ফিরে আসুন। যে যেখান থেকেই গিয়েছেন সেই রাজ্যে ফিরে আসুন। দেশ গঠনে তরুণ প্রজন্মকে প্রয়োজন। আবেগে উচ্ছ্বাসে তখন ভেসে যাচ্ছে বার্সেলোনার অভিজাত ব্যাঙ্কোয়েট।

ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রকৃত দেশনেত্রীর মতোই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন সমগ্র ভারতের চিত্র। এখানেই অন্যান্য অনেক নেতা-নেত্রীর থেকে অনন্য তিনি।

 

 

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...