Saturday, August 23, 2025

বিশ্বকাপের জন‍্য তৈরি টিম ইন্ডিয়া, এশিয়া কাপে ভারতের দুরন্ত জয়ের পর বললেন কপিল দেব

Date:

গতকাল শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এশিয়া কাপ ফাইনালে দরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। আর আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে এই জয় ভারতীয় দলকে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। কপিলের মতে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতার জন্য তৈরি টিম ইন্ডিয়া। এর পাশাপাশি বিশ্বকাপের আগে দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এই নিয়ে কপিল দেব বলেন,”আমার মনে হয় যদি আমরা প্রথম চারে আসতে পারি, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ হবে। তারপর অনেকটাই নির্ভর করবে ভাগ্য সহ একাধিক ফ্যাক্টর। আমরা এখনই বলতে পারি না যে আমরা ফেভারিট, তবে অবশ্যই আমাদের দল খুবই ভালো। হৃদয় অন্য কিছু বলছে, তবে মস্তিষ্ক বলছে এখনও আমাদের আরও পরিশ্রম করতে হবে। আমি আমাদের দলকে জানি। আমি অন্য দলগুলির বিষয়ে অতটা জানি না, তাই ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই। ভারতীয় দলের কথা বললে, তারা তৈরি খেলার জন্য এবং চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। আবেগের সঙ্গে খেলতে হবে ওদের, উপভোগ করতে হবে।”

গতকাল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারত। সৌজন্যে মহম্মদ সিরাজ। একাই তুলে নেন ৬ উইকেট। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। মাত্র ১৬ বলে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। এর সুবাদে একাধিক নজির গড়েন তিনি।

আরও পড়ুন:এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে সুনীল

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version