Friday, May 9, 2025

মাঝআকাশ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান (US F 35 Fighter Jet)। জানা গিয়েছে, রবিবার আমেরিকার সাউথ ক্যারোলাইনা (South Carolina) এলাকায় ফাইটার জেটটির রুটিন উড়ান চলছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যুদ্ধবিমানটি। তারপর থেকেই এফ-৩৫ বিমানটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। এদিকে মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, এফ-৩৫ লাইটনিং জেটটি ইউএস মেরিন কোরের (US Marine Core)। রবিবার নর্থ চার্লসটন এলাকায় উড়ছিল বিমানটি। আচমকাই সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়।

এরপরই কোনও মতে ককপিট থেকে বেরিয়ে পড়েন ওই পাইলট। তারপরই বিমানটি আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় বলে অভিযোগ। ইতিমধ্যে সেটিকে খুঁজে বের করতে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি চার্লস্টনের মার্কিন সেনাঘাঁটি থেকে স্থানীয়দের কাছেও সাহায্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫ বিমান বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেট। রাডার থেকে শুরু করে বিমানটির ‘ওয়েপনস কন্ট্রোল সিস্টেম’ প্রযুক্তি অত্যন্ত গোপনীয় এবং অত্যাধুনিক। তবে কীভাবে আচমকা উধাও হয়ে গেল একটা আস্ত বিমান তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানে চিনা যন্ত্রাংশ মেলার খবর প্রকাশ্যে আসে। ফলে নতুন জেট কেনার পদ্ধতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। বিশ্বের আধুনিকতম এই বিমানটি মার্কিন সেনার প্রধান ফাইটার জেট। আর সেকারণেই আচমকা উধাও হয়ে যাওয়া জেট নিয়ে কপালে চিন্তার ভাঁজ ওয়াশিংটনের।

 

 

 

Related articles

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা...

এক সপ্তাহের জন্য আইপিএলের বন্ধের সিদ্ধান্ত বিসিসিআই-এর

দীর্ঘ বৈঠকের পর অবশেষে আইপিএল(IPL) এক সপ্তাহের জন্য পিছিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। শুক্রবার সকালেই দীর্ঘ বৈঠক...

মধ্যস্থতার কথা বলেও পিছু হঠল আমেরিকা, সন্ত্রাসবাদে ‘বিরোধিতা’য় চিন

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স(JD Vance)...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে ভুয়ো পোস্ট, হোয়াটসঅ্যাপে দেশবিরোধী স্ট্যাটাস দেওয়ায় সাসপেন্ড অধ্যাপিকা

ভারত- পাক উত্তেজনার আবহে সেনাবাহিনীর অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে বিতর্কিত পোস্ট করার জেরে চাকরি থেকে সাসপেন্ড হতে...
Exit mobile version