Saturday, May 3, 2025

বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ভেস্তে যেতে পারে উৎসবের আনন্দ

Date:

বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই আকাশের মুখভার। সূর্যের দেখা নেই। হাওয়া অফিসের পূর্বাভাসমত উৎসবের আমেজ মাটি করতে পারে বৃষ্টি। বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী দু’দিনই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।

আরও পড়ুনঃ৩৪ বছরের সেই বাংলা বদলে গিয়েছে: রাজ্যের শিল্পপতিদের দেখিয়ে লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ, গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর। ভিজবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

বুধবার বৃষ্টি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের অন্তত ছয় জেলায়। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দিঘা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। তার কারণেই স্থলভাগে জলীয় বাষ্প ঢুকছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী বুধবার থেকে। ওই দিন জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।।

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version