Monday, August 25, 2025

বছরে দুবার হায়ার সেকেন্ডারি! কী বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ?

Date:

এবার থেকে কি বছরে দুবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam)পরীক্ষা দিতে হবে? ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম চালু হচ্ছে বলেই খবর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন, ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু’বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। দু’টি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে । দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। ২টির মধ্যে যেটায় পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবে সেই নম্বরটিই গ্রাহ্য হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্য সরকারের (Government of West Bengal)কাছে এমন প্রস্তাবই যাচ্ছে।

আগামী বছরের ৫ মে মেডিক্যালে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা় নিট নেওয়া হবে। আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সর্বভারতীয় নিট পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেখানে জানানো হয়েছে, প্রতিবার যেমন ওএমআর শিটে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা হয়, এবারও সেরকমভাবেই হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েশন নেওয়া হবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় ভাবে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন হবে পরের বছর ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। ইউজিসি নীতের জুন পর্বের পরীক্ষা হবে আগামী বছর ১০ জুন থেকে ২১ জুনের মধ্যে। জয়েন্ট এন্ট্রান্স এর প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে আগামী বছর ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে। নিট, ইউজি বাদে অন্যান্য কম্পিউটার নির্ভর পরীক্ষার ফল প্রকাশিত হবে পরীক্ষা শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে। নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করা হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। পরীক্ষার রেজিস্ট্রেশন, সিলেবাস সহ যাবতীয় বিবরণের জন্য পরীক্ষার্থীদের এনটিএ-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version