Monday, November 10, 2025

সংসদের বিশেষ অধিবেশন: মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়ালো তৃণমূল

Date:

নারী ক্ষমতার লক্ষ্যে শুরু থেকেই তৎপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যে শাসক দলে থাকার সুবাদে একাধিক উদ্যোগের পাশাপাশি, সংসদেও মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়িয়েছেন তিনি। এবার সংসদের বিশেষ অধিবেশনে প্রথম দিন থেকেই মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস(TMC)। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) সোমবার সরব হলেন মহিলা সংরক্ষণ বিলের(Women Reservation bill) দাবিতে।

সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাদের ক্ষেত্রে এক তৃতীয়াংশ আসনের দাবিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ছিলেন সোচ্চার। তিনি বলেন, আমি যখন প্রথম লোক সভায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসি সেই সময় তৃণমূল কংগ্রেস নতুন দল হিসাবে প্রথমবার সংসদে প্রবেশ করেছিল। তা সত্ত্বেও তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এক তৃতীয়াংশ মহিলা আসন সংরক্ষণ এর দাবিতে সুর চড়িয়েছিলেন। এমনকি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের পক্ষে এতটাই তৎপর ছিলেন যে যখন ১৯৯৮ সালের ২০ জুলাই লোকসভায় বিলটি পেশ করার সময়ে বিরোধী বেঞ্চ থেকে ছুটে স্পিকারের চেয়ারের সামনে আসার চেষ্টা করেন সমাজবাদী পার্টি সাংসদ দারোগা প্রসাদ সরোজ। কিন্তু স্পিকারের আসনের কাছে পৌঁছনোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলার চেপে ধরেন। যাতে স্পিকারের চেয়ারের দিকে তিনি যেতে না পারেন বা বিল ছিঁড়তে না পারেন।

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওই সাংসদের ঘাড় ধরে তাকে থামিয়ে দেন যখন তিনি মহিলা সংরক্ষণ বিলের কপি ছিড়ে দিতে যাচ্ছিলেন। বর্তমানে সোনিয়া গান্ধী ও মহিলার সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version