Saturday, November 8, 2025

বিরোধীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল(Woman Reservation Bill)। দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন নতুন সংসদ ভবনে। তবে বিশেষ অধিবেশনে মোদি সরকারের(Modi Govt) এই বিল পেশ লোকসভা ভোটের আগে মহিলাদের মন জয় করতেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে সংসদে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, অটলবিহারী বাজপেয়ীর আমলে বেশ কয়েকবার এই বিল পেশ করা হয়। কিন্তু যথেষ্ট সমর্থনের অভাবে পাশ করানো যায়নি এই বিল। তবে আমি মনে করি ভগবান আমাকেই বেছে নিয়েছেন এই বিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাল্টা কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর(Adhir Ranjan Chowdhari) বক্তব্য, কংগ্রেস বরাবর মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করে এসেছে। রাজীব গান্ধীর আমলেই মহিলাদের জন্য এমন বিল আনার পরিকল্পনা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এখন এই বিল সম্পর্কে ভুল তথ্য দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অপরপক্ষে মোদির বক্তব্য, বাজপেয়ী সরকারের আমলে বিল পেশ করেও তা পাশ করানো যায়নি। মোদি জানান, ইতিমধ্যে ঐতিহাসিক বিলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। তাঁর দাবি, নারী শক্তির বিকাশে আগ্রণী ভূমিকা নিয়েছে বিজেপি সরকার। দীর্ঘ আলোচনার পরে মঙ্গলবার দুপুর সওয়া দুটো নাগাদ লোকসভায় পেশ হয়েছে এই বিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলটিকে মান্যতা দিয়েছিল। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হতে চলেছে মহিলা সংরক্ষণ বিল।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version