Tuesday, November 4, 2025

মুখ্যমন্ত্রীর সিলমোহরের অপেক্ষা! রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য বাসুদেব

Date:

রা‌জ্য মানবাধিকার কমিশনের (State Human Rights Commission) পরবর্তী প্রশাসনিক সদস্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় (Basudev Bandopadhyay)। সূত্রের খবর, মানবাধিকার কমিশনের বর্তমান প্রশাসনিক সদস্য নাপরাজিত মুখোপাধ্যায় আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিতে চলেছেন। জানা গিয়েছে, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির স্থলাভিষিক্ত হতে চলেছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পেন (Spain) সফর সেরে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই খবর।

বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। স্বরাষ্ট্রসচিব হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিন সদস্য বিশিষ্ট রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিচারবিভাগীয় সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র এবং প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছেন নাপরাজিত মুখোপাধ্যায়। তবে রাজ্য পুলিশের ডিজি পদে অবসর গ্রহণের পর নাপরাজিত মুখোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে মনোনীত করেন মুখ্যমন্ত্রী। পাঁচ বছর করে মোট দু’দফায় দশ বছর তিনি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন।

উল্লেখ্য, এক দশক পর কমিশনের প্রশাসনিক সদস্য পদে বড়সড় বদল আসতে চলেছে। যদিও আইন সংশোধন হওয়ার পর বর্তমানে তিন বছর করে দু’দফায় সর্বোচ্চ মোট ছ’বছর এই পদে থাকতে পারবেন সংশ্লিষ্ট পদাধিকারী।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version