Thursday, August 21, 2025

নয়া সিদ্ধান্ত: সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ কর্মীদের সরাসরি বেতন দেবে রাজ্য

Date:

এবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক-সহ বাকি কর্মীদের বেতন দেবে সরাসরি রাজ্য সরকার। বুধবার, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের (Universities) ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নবান্ন (Nabanna)। এদিন, অর্থ দফতরের সঙ্গে রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের বৈঠক হয়। সেই এই কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোতে কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন কেরলের এই মডেল গ্রামে!

এতদিন অধ্যাপকদের বেতন বিশ্ববিদ্যালয়ে (Universities) পাঠাত রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সেখান থেকে উপাচার্যরা বেতন বণ্টন করতেন। কিন্তু এইচআরএমএস-এর মাধ্যমে নয়া বেতন প্রক্রিয়া  চালু হল। এতে অর্থ দফতর থেকে সরাসরি অধ্যাপকদের বেতন দেওয়া হবে। এদিন, দুপুর ১২.৩০ থেকে নবান্নে বৈঠক হয়। ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিন্যান্স অফিসাররা।

এই বিশ্ববিদ্যালয়গুলির বেশিরভাগেরই উপাচার্যদের নিয়োগপত্র দিয়েছিলেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত চরমে ওঠে। সাম্প্রতিক কালে একাধিক বিষয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে রাজ্যের শিক্ষা দফতর এবং রাজ্যপালের মধ্যে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়ে যেভাবে সিভি আনন্দ বোস হস্তক্ষপ করেছেন সেটা মোটেই ভালভাবে নেয়নি রাজ্য সরকার। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, নবান্নের সঙ্গে আলোচনা না করে রাজ্যপাল যদি তাঁর ইচ্ছামতো কাজ করেন, তাহলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক অবরোধ শুরু করবেন তিনি। এবার নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

 

 

 

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...
Exit mobile version